Home খেলাধুলো কোহলির ৫০০-এ ১০০, জাড্ডু-অ্যাশের ৫০, প্রথম ইনিংসে ৪৩৮ ভারত, দ্বিতীয় দিনে কিছুটা লড়াই ক্যারিবিয়ানদের India vs West Indies 2nd day highlights Virat Kohli scored Century Team India all out at 438 West 86 runs for 1 wicket at end of day two sup

কোহলির ৫০০-এ ১০০, জাড্ডু-অ্যাশের ৫০, প্রথম ইনিংসে ৪৩৮ ভারত, দ্বিতীয় দিনে কিছুটা লড়াই ক্যারিবিয়ানদের India vs West Indies 2nd day highlights Virat Kohli scored Century Team India all out at 438 West 86 runs for 1 wicket at end of day two sup

কোহলির ৫০০-এ ১০০, জাড্ডু-অ্যাশের ৫০, প্রথম ইনিংসে ৪৩৮ ভারত, দ্বিতীয় দিনে কিছুটা লড়াই ক্যারিবিয়ানদের India vs West Indies 2nd day highlights Virat Kohli scored Century Team India all out at 438 West 86 runs for 1 wicket at end of day two sup

[ad_1]

ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রাপ্তি বিরাট কোহলি অনবদ্য শতরান ও রবীন্দ্র জাদেজার অর্ধশতরান। ব্যাটারদের দাপটে প্রথম ইনিংসে ৪৩৮ রানের বড় স্কোর করে টিম ইন্ডিয়া। ব্যাটাররা দাপট দেখালেও পোর্ট অফ স্পেনে দ্বিতীয় দিনে তেমন একটা দাপট দেখাতে পারেনি ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিনে ভারতের বিরুদ্ধে লড়াই করেছেন ক্যারিবিয়ান ব্যাটাররা। প্রথম টেস্টের মত ল্যাজে-গোবরে অবস্থা হয়নি। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৮৬ রানে ১ উইকেট।

২৮৮ রানে ৪ উইকেট থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। ৮৮ রানে ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও ৩৬ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিনের খেলা শুরু অল্প সময়ের মধ্যেই তিন অঙ্কের রানে পৌছে যান বিরাট কোহলি। ১১টি চারে সাজানো এই শতরান। এটি কোহলির ২৯তম শতরান। ১২১ রান করে দুর্ভাগ্যবশত রান আউট হন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট বিরাটের মোট শতরানের সংখ্যা দাঁড়াল ৭৬। এছাড়া এই ইনিংসের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান স্কোরারদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন কোহলি।

অপরদিকে, বিরাট কোহলিকে যোগ্য সঙ্গ দিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন। ৬১ রানের ইনিংস খেলেন তিনি। উইকেটকিপার ব্যাচার ইশান কিশান করেন ২৫ রান। রবিচন্দ্রন অশ্বিনও আরেকবার নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দেব। ৫৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। নীচের দিকে টেলেন্ডাররা সেভাবে কেউ দাগ কাটতে পারেনি। ৪৩৮ রানে শেষ হয় ভারতের প্রথম ইনংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন কেমার রোচ ও জোমেল ওয়ারিক্যান। এই ম্যাচে ৪০০ টেস্ট উইকেট নেওয়ার মাইলস্টোন ছুলেন কেমার রোচ।

আরও পড়ুনঃ Virat Kohli Century: সেঞ্চুরি করে ৫০০তম ম্যাচ স্মরণীয় করলেন বিরাট কোহলি, গড়লেন আরও এক অনন্য নজির

প্রথম ইনিংসে ৪৩৮ রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেন দুই ক্যারিবিয়ান ওপেনের ক্রেইগ ব্রেথওয়েট ও তেজনারায়ণ চন্দ্রপল। ঠান্ডা মাথায় দলের ইনিংস এগিয়ে নিয়ে যান তারা। অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। ৭১ রানে প্রথম উইকেট পড়ে। ব্যক্তিগত ৩৩ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হন ‘ছোট’ চন্দ্রপল। দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর এক উইকেটে ৮৬ রান। ৩৭ রানে ব্রেথওয়েট ও ১৪ রানে অপরাজিত ক্রিক ম্যাকেনজি। ভারত এখনও ৩৫২ রানে এগিয়ে।

Tags: India vs West indies, Virat Kohli

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here