Home ভুঁড়িভোজ ক্যারামেল কাস্টার্ড রেসিপি, caramel custard recipe

ক্যারামেল কাস্টার্ড রেসিপি, caramel custard recipe

ক্যারামেল কাস্টার্ড রেসিপি, caramel custard recipe

[ad_1]

শেষপাতে মিষ্টিমুখ করতে সকলেই ভালবাসেন৷ কিন্তু অনেক সময়ই ভারী মিষ্টি খেলে পেট আরও ভার হয়ে যায়৷ তাই ডেজার্ট হওয়া উচিত এমন যা সুস্বাদু যেমন হবে, তেমনই হালকাও হবে৷ তেমনই এক ডেজার্ট ক্যারামেল কাস্টার্ড৷ শিখে নিন রেসিপি৷কী কী লাগবেজল-১ টেবল চামচচিনি-১/৪ কাপ গরম জল-১ টেবল চামচ

দুধ-১ কাপচিনি-৫ টেবল চামচডিম-২টোকীভাবে বানাবেনওভেন ১৭৫ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করুন৷ ১/৪ কাপ চিনি ১ টেবল চামচ জলে সসপ্যানে মাঝারি আঁচে মিশিয়ে গলিয়ে নিন৷ ফুটতে শুরু করলে আঁচ একদম কমিয়ে দিন৷ ৫ মিনিটে চিনি ও জল মিশে গিয়ে সোনালি তরল তৈরি হবে৷ আঁচ থেকে নামিয়ে ১ টেবল চামচ গরম জল মিশিয়ে নিন ক্যারামেল সিরাপের সঙ্গে৷ অন্যদিকে সসপ্যানে দুধের সঙ্গে ৫ টেবল চামচ চিনি একদম হালকা আঁচে৷ আগুন থেকে নামিয়ে ডিম ফেটিয়ে মিশিয়ে দিন৷ বেকিং ডিশে ক্যারামেল সিরাপ ঢালুন৷ এর ওপর ডিম, দুধের মিশ্রণ দিন৷ এবারে একটা ডিশে জল ঢালুন৷ অন্তত আধ ইঞ্চি জল ঢালতে হবে৷ এর ওপর বেকিং ডিশ বসিয়ে ৪৫ মিনিট বেক করুন৷ ওভেন থেকে বের করে ১০ মিনিট রেখে দিন৷ রেফ্রিজরেটরে রেখে জমিয়ে নিন৷

Tags: Dessert, Dessert Recipes, Recipes

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here