Home খেলাধুলো ক্রিকেট টুর্নামেন্টে নয়া উদ্যোগ, প্রতিটি চার-ছয়ে বৃক্ষরোপণ ও দুঃস্থদের সাহায্য! message of social and environmental awareness through cricket tournament

ক্রিকেট টুর্নামেন্টে নয়া উদ্যোগ, প্রতিটি চার-ছয়ে বৃক্ষরোপণ ও দুঃস্থদের সাহায্য! message of social and environmental awareness through cricket tournament

ক্রিকেট টুর্নামেন্টে নয়া উদ্যোগ, প্রতিটি চার-ছয়ে বৃক্ষরোপণ ও দুঃস্থদের সাহায্য! message of social and environmental awareness through cricket tournament

[ad_1]

উত্তর ২৪ পরগনা: ক্রিকেট খেলায় ৪ বা ৬ হাঁকালে হাততালি চিৎকার উন্মাদনার ছবি আমরা হামেশাই দেখে থাকি। তবে এবার যেন অন্য ছবি সামনে এল অশোকনগর টাউন অলিম্পিক কমিটির আয়োজিত নক আউট ক্রিকেট টুর্নামেন্টে। খেলায় ফাইনালের প্রতিটি বাউন্ডারিতে রাখা হয়েছে পরিবেশ সচেতনতার বার্তা। পাঁচটি করে গাছ লাগানোর সিদ্ধান্ত, আর খেলোয়াড়রা ব্যাটে বলে চার মারলেই দুঃস্থ ছাত্র-ছাত্রীদের সাহায্যার্থে ২০০ টাকা করে ফান্ড জমা হবে। সেই ফান্ড দিয়েই পরবর্তীতে সাহায্য করা হবে এলাকার মেধাবী দুঃস্থ ছাত্রছাত্রীদের, উদ্যোক্তাদের তরফে এমনটাই জানানো হয়েছে।

মোবাইল গেমে আসক্তি বাড়ার কারণে খেলাধুলার চর্চা অনেকাংশেই কমে গিয়েছে চারপাশে। তাই খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে, উৎসাহ দিতেই অশোকনগর টাউন অলিম্পিক কমিটি অশোকনগর পৌরসভার সুহৃদ সংঘ ময়দানে আয়োজন করে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে অংশ নিয়েছেন জেলার প্রায় ১৪টি বিধানসভার ১৬৭ জন খেলোয়াড়। তাঁদের মধ্যেই অকশনের মাধ্যমে টিম করে এই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে। যা দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন সকল বয়সের মানুষেরা।

আরও পড়ুন: জড়িয়ে ধরে কান চেটে দিলেন! মঞ্চেই শারীরিক হেনস্থার শিকার তারকা সঙ্গীতশিল্পী, শুনে আঁতকে উঠতে হয়

খেলায় সেরা দলের জন্য রয়েছে আর্থিক পুরস্কারের পাশাপাশি ট্রফি। প্রতিটি খেলায় সেরা খেলোয়াড়দের বিশেষ ভাবে সম্মানিত করা হচ্ছে উদ্যোক্তাদের তরফে। ছাত্র যুবদের পাশাপাশি এদিন বেশি বয়সের মানুষদেরও দেখা গেল ব্যাট হাতে ময়দানে খেলতে। পছন্দের দল ভাল পারফরম্যান্স করলেই দর্শক আসন থেকে ভেসে আসছে হাততালি। প্রতিটি দলের রান সংখ্যা ঘোষণা করা হচ্ছে উদ্যোক্তাদের তরফ থেকে। এভাবেই খেলোয়াড়দের মাঠমুখী করতে অশোকনগরে অনুষ্ঠিত হচ্ছে টাউন অলিম্পিক ক্রিকেট লীগ।

প্লেয়ারদের জন্য রাখা হয়েছে বিভিন্ন রঙের জার্সি, যা দেখেই চিহ্নিত করা যাচ্ছে কে কোন দলের। উদ্যোক্তাদের তরফে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার যে চিন্তা-ভাবনা উঠে এসেছে, তাকে কুর্নিশ জানাচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন।

Rudra Narayan Roy

উত্তর ২৪ পরগণা

উত্তর ২৪ পরগণা

Tags: Cricket, Local18

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here