ক্রিকেট বিশ্বকাপের এমন ১০টি রেকর্ড, যা অনেকের কাছেই অজানা ODI World Cup 2023 Top 10 Records of ICC Cricket World Cup history Unknown Records of ODI WC ICC World Cup 2023 sup


আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই দামামা বাজতে চলেছে ক্রিকেটের বিশ্বযুদ্ধের। ৫ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। দীর্ঘ এক যুগ পর ভারতের মাটিতে ফের বিশ্বকাপের আসর। এমএস ধোনির পর ফের একবার দেশের মাটিতে রোহিত শর্মার হাতে বিশ্বকাপ দেখার অপেক্ষায় গোটা দেশ। ক্রিকেট জ্বরে কাবু আট থেকে আশি সকলেই।

যে কোনও বিশ্বকাপ শুরুর আগেই প্রতিযোগিতার ইতিহাসে নান রেকর্ড, পরিসংখ্যান নিয়ে আলোচন-বিশ্লেষণ করে থাকেন বিশেষজ্ঞ থেকে ফ্যানেরা। এই প্রতিবেদনে তেমনই কিছু রেকর্ড তুলে ধরা হয়েছে। ক্রিকেট বিশ্বকাপের এমন ১০টি রেকর্ড রয়েছে যা অনেকের কাছেই অজানা। চলুন দেখে নেওয়া যাক-

১. ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ব্যক্তিগত নিরিখে সবার উপরে রয়েছেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার বিশ্বকাপে করেছেন মোট ২২৭৮ রান। যার ধারে-কাছে বর্তমান ক্রিকেটারদের কেউ নেই।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ | ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ | বিশ্বকাপ ২০২৩

২. এক বিশ্বকাপে সবথেকে বেশি রানের রেকর্ডের মালিক ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর। ২০০৩ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মোট ৬৭৩ রান করেছিলেন। যেই রেকর্ড এখনও অটুট রয়েছে।

৩. বিশ্বকাপে সবথেকে বেশি শতরানের রেকর্ড রয়েছে যৌথভাবে রয়েছে দুই ভারতীয় ব্যাটার সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মার নামে। বিশ্বকাপে সচিন ও রোহিত দুজনের ঝুলিতেই রযেছে ৬টি করে শতরান।

৪. এক বিশ্বকাপে সবথেকে বেশি শতরান করার রেকর্ড রয়েছে বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মার ঝুলিতে। ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে একাই ৫টি সেঞ্চুরি করেছিলেন হিটম্যান।

৫. ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের ঝুলিতে। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিউই তারকা ব্যাটার খেলেছিলেন ২৩৭ রানের রেকর্ড।

৬. বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০১৫ অস্ট্রেলিয়া বিশ্বকাপে ক্রিস গেইল ও মার্লন স্যামুয়েলস করেছিল ৩৭২ রানের পার্টনারশিপ। যা ভাঙা খুবই কঠিন।

৭. বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি ব্যাটিং গড়ের নিরিখে শীর্ষ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন মারকাটারি ব্যাটার ও অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। বিশ্বকাপে প্রোটিয়া তারকার ব্যাটিং গড় ১২৪ রান।

৮. বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে কোনও দলের সর্বোচ্চ স্কোরের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার দখলে। ২০১৫ সালের বিশ্বকাপে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ৪১৭ রান করেছিল ৫ বারের বিশ্বজয়ীরা।

৯. বিশ্বকাপে সবথেকে বেশি বেশি উইকেটের মালিক এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তী পেসার গ্লেন ম্যাকগ্রা। তাঁ ঝুলিতে রয়েছে মোট ৭১টি উইকেট। ৩৯টি ম্যাচ খেলে এই ৭১ উইকেট নিয়েছেন ম্যাকগ্রা। বিশ্বকাপে এক ম্যাচে ১৫ রান দিয়ে ৭ উইকেট নেওয়ার রেকর্ডও ম্যাকগ্রার দখলে।

১০. এক বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট শিকারীও হলেন অস্ট্রেলিয়ার বর্তমান দলের পেস বোলার মিচেল স্টার্কের। ২০১৯ সালের বিশ্বকাপে অজি তারকা বাঁ হাতি পেসার নিয়েছিলেন মোট ২৭টি উইকেট।

আরও পড়ুনঃ ICC World Cup 2023 Virat Kohli Rohit Sharma: কোহলির বয়স ১৪, রোহিতের ১৬! তখন থেকে এখনও জয় অধরা, জানুন বিস্তারিত

প্রসঙ্গত, ৫ অক্টোবর থেকে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। ২০২৩ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ৮ অক্টোবর ভারত প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রায় দেড়মাস ধরে চলবে খেলা। ১৯ নভেম্বর ফাইনাল। একসঙ্গে তলবে রেকর্ডের ভাঙা-গড়ার খেলা।

Tags: Cricket, ICC cricket world cup, ICC World Cup 2023, ODI World Cup 2023



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

CPM leader arrest with money: ভোটের মধ্যে সীমান্তে প্রচুর বাংলাদেশি মুদ্রা সহ ধৃত CPM নেতা, শাস্তির দাবি TMC-র

সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু পাচার বা সোনা পাচারের অভিযোগ নতুন কিছু নয়। এবার সীমান্তে প্রচুর…

9 mins ago

Hotel owner beaten: হোটেল থেকে AC-র রিমোট, চাবি চুরির চেষ্টা, বাধা দেওয়ায় তারাপীঠে আক্রান্ত মালিক

টাকা বা সোনা নয়, এসির রিমোট, চাবি চুরির চেষ্টা, তাও আবার একটি হোটেল থেকে। আর…

38 mins ago

২৫ দিন পর বাড়ি ফিরে এলেন ‘তারক মেহতা…’র ‘নিখোঁজ’ অভিনেতা গুরুচরণ সিং

ডেস্ক: দিনপঁচিশেক ‘বেপাত্তা’ পর বাড়ি ফিরে এলেন হিন্দি সিরিয়ালের অভিনেতা গুরুচরণ সিং। জনপ্রিয় সিরিয়াল ‘তারক…

50 mins ago

Illegal construction: বেআইনি নির্মাণ কীভাবে রুখতে হবে? সব পুরসভাকে পুস্তিকা পাঠাল পুর দফতর

গার্ডেনরিচ কাণ্ডের পরে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভা। তবে বেআইনি নির্মাণের অভিযোগ শুধু…

1 hour ago

মেট্রোর কাজের জেরে ময়দানে গাছ নিধনের বিকল্প কী?‌ মঙ্গলবার রায়ের সম্ভাবনা কলকাতা হাইকোর্টে

এই বছর প্রবল গরম পড়েছে। সেই গরম থেকে এখনও পুরোপুরি নিস্তার মেলেনি। তখন পরিবেশবিদ থেকে…

2 hours ago

Cyclone Remal: ক্রমশ কাছে আসছে ঘূর্ণিঝড় রেমাল, পণ্ড হতে পারে রাজ্যের ষষ্ঠ দফার ভোটগ্রহণ

পিনাকী ভট্টাচার্যরাজ্যে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ যখন মধ্যগগনে তখন বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। মে মাসের শেষে এই…

3 hours ago