Home ব্লগবাজি খুঁজি ~ সুচেতনা সেন

খুঁজি ~ সুচেতনা সেন

খুঁজি     ~   সুচেতনা সেন
খুঁজি ~
********************

কৃষ্ণচূড়া ঝরছে
আমার বুকটা এক ফোঁটা জলের জন্য কাঁদে
এক বুক তাকলা মাকানে
তোর চোখের থেকে এক ফোঁটা পেলে
দুশো বছরের নদী সভ্যতা গড়ে ওঠে
তুই পৃথিবীর অষ্টম আশ্চর্য
তুই দিনের আলো
তুই রাত -রাতের অন্ধকার - এক আকাশ তারা
পথে চলি -তুই সাথে চলিস
আমি থামি -তুই থেমে যাস
আমি বসি নিরালায় -
তোকে পাই নির্জনে জোনাকির দেহ হতে
নামে যে আলোক মৃদু ঢেউ জলে
সেইখানে -
তোকে এত নিজের করে কেন পাই ;
জানি না ; জানি -
তবু তুই নাই কোনখানে ;
আমার আঁকার খাতা শুধু রঙে রঙে ঘোরে
অবয়বহীন অনুভব জীবনের চারপাশে
কোথাও শালিকের ডানা উড়ে এসে থামে
ক্ষুধা ভয় অন্ধকার আকাঙ্কার ঘর ;
ভোর হয় পৃথিবীর -তোর মুখের রূপ
আজো আমি খুঁজি -রাতের নরম হাতে
ঝরে পড়ে শিশিরের জল - মাঠে মাঠে
পেঁচা জাগে - ফসলের ঘুম গোপন শরীরে বাড়ে
ঝোড়ো নদী যেন রোগা ক্ষীণ হয়ে জাগে
আমার হৃদয় আজো
তোর হাত ধরে নিয়ে আসে ঘরে পৃথিবীর পথে হেঁটে
টেবিল গ্রীন টি সেই কবে একসাথে ;
এরপর শুধু কফিন চেয়ে থাকা পিরামিড -
সাদা হাড় ;
পৃথিবী ক্ষীন হয়ে আসে দূর নক্ষত্র হতে 

সুচেতনা সেনঃ০৩/০৬/২০১৭ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here