Home ব্লগবাজি ছোবল মারার সুসময় ~ তপন দাস

ছোবল মারার সুসময় ~ তপন দাস

ছোবল মারার সুসময়    ~   তপন দাস
ছোবল মারার সুসময়


যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়
তোমার আঁচলও ক্লান্ত হয়ে পড়ে

তোমার ছায়া নিস্তব্ধ হবার আগেই
তোমার পিতবিন্দুতে এঁকে নিতে হবে
প্রতিবাদের মন্ত্র। বিশ্বায়ন, উষ্ণায়ণ
ক্লান্ত হবার আগেই চাই বাঁচার রসদ

আর কতদিন বধিরে অভিনয় করবে
পাথরেও যদি ফুল ফুটতে পারে-
তবে কেন তোমার রক্ত ঊষ্ণ হয় না!

এবারে মাটিতে নামো,
মাটির কাছে তুমি ঋণী
বন্ধ কর সব বিকিকিনি
দেওয়া এসে গেছে তাই
এবার তুমি থামো।

             তপন দাসঃ২৪/০৫/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here