Home ব্লগবাজি দিন বদলের গণতন্ত্র ~ বৈশাখী চ্যাটার্জী

দিন বদলের গণতন্ত্র ~ বৈশাখী চ্যাটার্জী

দিন বদলের গণতন্ত্র    ~   বৈশাখী চ্যাটার্জী
দিন বদলের গণতন্ত্র 

দিন বদলের গণতন্ত্র এবার থামুক -
এবার কিছুটা নিজের মত লড়াই --
পশ্চিমি আকাশে আজ লাল গোধূলি 
ঝরে পড়ে কিছু উগ্র অন্ধকার ---,
দিন বদলের গণতন্ত্র এবার থামুক 
আকাশে উড়ছে কিছু বিভৎস চিৎকার ,
কিছু অন্ধকূপের কুয়া -
কিছু মৃত্যু অন্ধকার ,
কালো ধোঁয়া আসমানে --
চিতার আগুন  -এ মৃত্যু দলিল কার ?
দিন বদলের গণতন্ত্র রোজ বদলে চলে ,
সোনার ফসল ঝলসিয়ে যায়  --
সোনার মাটিতে বারুদ ফলায় ,
মানুষ পুড়ছে -চিতা ভস্মের দাহ 
গণতন্ত্রের মৃত্যুমিছিল জীবনের সমারোহ ॥
               বৈশাখী চ্যাটার্জী:24/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here