Home ব্লগবাজি জীবনের খাতা ~ বৈশাখী চ্যাটার্জী

জীবনের খাতা ~ বৈশাখী চ্যাটার্জী

জীবনের খাতা  ~  বৈশাখী চ্যাটার্জী
জীবনের খাতা
******************
প্রতিটা অঙ্কে কত ভুল ;
জীবন কাহিনী গড়ে বেহিসাবি
কত যে হিসেব.....,
যোগবিয়োগের সাথে গিড়ে গোনা দিনেরাতে ,
কখন হিসেব মেলে তার ।
জটিল অঙ্কগুলো মেলে না যে কিছুতেই
বারবার কাটাকুটি বড় ভুলে ভরা !
কত জমাপুঁজি বিয়োগের খাতে কত গেলো বুঝি.....,
হিসেবের খাতা পাতা থেকে পাতা ভরে চলে ,
যোগের অঙ্কগুলো কত কিছু দিয়ে গেলো ,
বিয়োগটা নিয়ে গেলো শুধু.....
নেয়াদেয়া শেষ হলে পড়ে থাকে কত ভুল পাতা....,
জীবন হিসেব চায় জীবনের কাছে ,
ভুল শুধু তবু ভুলে ভরা আছে ,
শেষের যে কটি পাতা পড়ে আছে খালি...!
তাতে কোন ভুল ঠিক নয় ,
জমাপুঁজি হিসেবের নেবনা সময়
সে কটি পাতায় শুধু দিয়ে যাব কিছু...
যতটুকু পেয়েছি যতটুকু আছে ,
জীবনের ভুল গুলো যা কিছু শিখিয়ে গেলো,
সবটুকু ঢেলে দেব শেষের পাতাতে ,
ওই কটি পাতাতে সব ভুল ঠিক একাকার হবে ,
জীবনকে জীবনেতে ভরে দিয়ে যাবে ।।
                          বৈশাখী চ্যাটার্জীঃ১৬/০৫/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here