Home ভুঁড়িভোজ ট্রাই করুন বেগুন বেগম Durga Puja Recipe

ট্রাই করুন বেগুন বেগম Durga Puja Recipe

ট্রাই করুন বেগুন বেগম Durga Puja Recipe

[ad_1]

পুজোর রেসিপি কনটেস্টে আমাদের পাঠক শুভ্রা চট্টোপাধ্যায় পাঠিয়েছেন এই রেসিপিটি ৷ যার নাম বেগুণ বেগম ৷ আপনিও ট্রাই করতে পারেন —

উপকরণ

: 4টি বড়ো সাইজের বেগুন,300 গ্রাম চিকেন কিমা , 50 গ্রাম পেঁয়াজ বাটা,বড়ো সাইজের একটা রসুন বাটা,

আদা বাটা, এক চামচনুন আন্দাজ মতোএক চাচামচ আমচুর,সামান্য সর্ষের গুঁড়ো,হলুদ গুঁড়ো,লাল লঙ্কার গুঁড়োসামান্য জিরে গুঁড়োচার্ট মশলাগোটা পোস্তকাসুরি মেথি300 গ্রাম সর্ষের তেল

পদ্ধতি: উপকরণের সব মশলা দিয়ে চিকেন কিমাকে কিছুক্ষন মেখে রাখতে হবে পোস্ত ও বেসন পরে ব্যাবহার হবেএই বার বেগুন কে ভালো করে ধুয়ে লম্বা করে ফালি করতে হবেবেগুনের ভেতর থেকে দানা ও সব বারকরে নিতে হবে তারপর একটি পাত্র ওভেনে বসিয়ে তেল গরম করে মশলা মাখা চিকেন দিয়ে ভালোকরে কষা তে হবে তারপর নুন মিষ্টি দিয়ে নাবানোর আগে কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিতে হবে ৷ বেগুনের মধ্যে মশলা চিকেন ভরে বেসন গোলা তৈরী করে উপর থেকে প্রলেপ দিয়ে পোস্ত ছড়িয়ে ডোবা তেলে ভাজতে হবে লাল করে সিমে ভাজতে হবে গরম ভাতে অসাধারণ লাগে খেতে ৷

Tags: Durga Puja 2019, Kolkata, Puja recipe

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here