Home আপডেট ঠাকুরপুকুরে কলেজ ছাত্রীর মৃত্যুকে ঘিরে রহস্য, বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ

ঠাকুরপুকুরে কলেজ ছাত্রীর মৃত্যুকে ঘিরে রহস্য, বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ

ঠাকুরপুকুরে কলেজ ছাত্রীর মৃত্যুকে ঘিরে রহস্য, বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ

[ad_1]

ঠাকুরপুকুরে এক কলেজ ছাত্রীর মৃতকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। শুক্রবার রাতে ঠাকুরপুকুরের ডায়মন্ড হারবার রোডের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই কলেজ ছাত্রীর দেহ। প্রাথমিক তদন্তে  পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার একটি কলেজের মাইক্রো বায়োলজির অনার্সের ছাত্রী ছিলেন তিনি। পাশাপাশি একটি হাসপাতালে নার্সের কাজ করতেন তিনি। মৃতের নাম সুচেতা পাল (১৯)।

আরও পড়ুন: ভর দুপুরে স্ত্রী – কন্যার গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী ওষুধ ব্যবসায়ী

জানা গিয়েছে, ডায়মন্ড হারবার রোডের ওই ফ্ল্যাট বাড়িতে দিদি শিল্পী পালের সঙ্গে থাকতেন সুচেতা। শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে দুই বোনের সিনেমা দেখার পরিকল্পনা ছিল। কিন্তু, রাতে সুচেতা পাল তার দিদিকে জানিয়ে দেন তিনি সিনেমা দেখতে যাবেন না। ফলে বোনকে ফ্ল্যাটে রেখে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যান দিদি। কিন্তু, সিনেমা দেখে ফেরার পর বোনের ঝুলন্ত দেহ দেখে চমকে ওঠেন শিল্পী। পরে তাকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, হুগলির গুড়াপের খানপুর গ্রামের বাসিন্দা তিনি। একটি বেসরকারি হাসপাতালের নার্স হিসেবেও কাজ করেছেন। দিদি শিল্পী পালের সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন সুচেতা। শিল্পী জানান, নতুন বছরে গুড়াপের পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা ছিল তাদের। কিন্তু, তার আগেই সব শেষ হয়ে গেল।

শিল্পী জানান, এদিন রাত ৮ টা নাগাদ বাড়ি ফিরে এসে তিনি দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরেও তিনি বোনের কোনও সাড়া পাননি। তখন এক যুবক জানলা দিয়ে উঁকি মেরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সুচেতাকে। এর পরে তারা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এই ঘটনায় তার দিদি পুলিশকে খবর দেন পরে পুলিশ গিয়ে মৃতদেহ করে নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কী কারণে আত্মহত্যা করলেন ওই ছাত্রী? সে ক্ষেত্রে কী প্রেমজনিত কোনও সম্পর্ক রয়েছে? নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না তা সবই খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই রহস্যের উত্তর খুঁজে পেতে মৃতার ফোনটি নিজেদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারে শোকের ছায়া নেমেছে। 

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here