ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন চাইছে কী মন? চলুন দেখে নি

ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন চাইছে কী মন? চলুন দেখে নি

ওয়েব ডেস্কঃ     স্মার্ট ফোনেও এবার দিল বদলে গেল। এবার ডুয়াল ডিসপ্লে।  চীনের হ্যান্ডসেট সংস্থা ‘মেইজু’  ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। এটির নম্বর মডেল মেইজু প্রো 7। মজা এখানেই। এই ফোনে প্রাইমারি ডিসপ্লের সাথেই সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। ফোনটিতে ৫.৫ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অপরদিকে রিয়ারে আছে ছোট আকারের সেকেন্ডারি ডিসপ্লে। সম্প্রতি এই ফোনটির ম্যাজিক অনলাইনে ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া তথ্য মতে, ফোনটিতে এমব্যাক মাল্টিফাংশনাল লক সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে হোম বাটন রয়েছে। এটি ফুটপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করবে। ফোনটিতে কোয়াড এইচ ডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে হেলিও এক্স৩০ চিপসেট ও ডেকাকোর সিপিইউ রয়েছে। ফোনটি ৪ জিবি কিংবা ৬ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। এটি ৬৪ এবং ১২৮ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে তৈরি হওয়ার কথা রয়েছে। এর সেলফি ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। অনুমান করা হচ্ছে ফোনটি ৫৬৯.৯৯ ডলারে বিক্রি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here