Home খেলাধুলো তিপক্ষ আফগানিস্তান হলেও দল নিয়ে পরীক্ষার পথে হাঁটেননি বাংলাদেশের নির্বাচকরা

তিপক্ষ আফগানিস্তান হলেও দল নিয়ে পরীক্ষার পথে হাঁটেননি বাংলাদেশের নির্বাচকরা

তিপক্ষ আফগানিস্তান হলেও দল নিয়ে পরীক্ষার পথে হাঁটেননি বাংলাদেশের নির্বাচকরা

[ad_1]

ঢাকা: ৮৯ বছর পরে টেস্টে সবথেকে বড় জয়, ৫৪৬ রানে জিতল বাংলাদেশ, মিরপুরে ‘বাজ়বল’-এর বাংলা সংস্করণ। এমন কথা বললে মোটেও বাড়াবাড়ি হয় না। সত্যি এত বড় জয় পাবে বাংলাদেশ কেউ কল্পনা করতে পারেননি। চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন শাকিব আল হাসান। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেননি তিনি। এক দিনের সিরিজ়ের দলে অভিজ্ঞ অলরাউন্ডারকে রেখেছেন বাংলাদেশের নির্বাচকরা।

টেস্ট শেষ হওয়ার দিনেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ। প্রত্যাশা মতোই নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। প্রতিপক্ষ আফগানিস্তান হলেও দল নিয়ে পরীক্ষার পথে হাঁটেননি বাংলাদেশের নির্বাচকরা। রাখা হয়েছে অভিজ্ঞ শাকিবকেও। পূর্ণশক্তির দল ঘোষণা করেছেন তাঁরা।

আরও পড়ুন – ভারতীয় আম্পায়ারের বড় অভিযোগ বিরাট, রোহিতদের বিপক্ষে! লজ্জায় মাথা হেঁট

আঙুলের চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলতে পারেননি শাকিব। তাঁর পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। বাংলাদেশ-আফগানিস্তান এক দিনের ম্যাচ সিরিজ় শুরু হবে ৫ জুলাই। দ্বিতীয় এবং তৃতীয় এক দিনের ম্যাচ হবে যথাক্রমে ৮ এবং ১১ জুলাই। এক দিনের সিরিজ়ের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে মুখোমুখি হওয়ার কথা দু’দেশের।

A big name back in Bangladesh’s squad list 👀

More on Shakib Al Hasan’s return ahead of vital @cricketworldcup prep against Afghanistan 📝

— ICC (@ICC) June 18, 2023

Tags: Bangladesh Cricket, Shakib Al Hasan

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here