Home আপডেট দলের বিরুদ্ধে মন্তব্য, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন ইদ্রিস

দলের বিরুদ্ধে মন্তব্য, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন ইদ্রিস

দলের বিরুদ্ধে মন্তব্য, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন ইদ্রিস

[ad_1]

সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে দলের বিষয়ে কিছু মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। তিনি দলেরই ব্লক সভাপতিদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন। সংসদের এমন মন্তব্যে বেজায় ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। দলের পরিষদীয় মন্ত্রী শোভোনদেব চট্টোপাধ্যায়ও এমন মন্তব্যে বেজায় ক্ষেপেছেন। এ বিষয়ে তিনি বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন। 

আরও পড়ুন: BDO-কে বার করে দিয়ে বিধায়কের নেতৃত্বে বিডিও অফিস দখল করল তৃণমূল

দলের ব্লক সভাপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ইদ্রিস আলি তিনি বলেছিলেন, পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়ার নাম করে ব্লক সভাপতিরা লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন। ভগবানগোলা ২ নম্বর ব্লকে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। ৫০ থেকে ৪০ লক্ষ টাকার গল্প রয়েছে। তারপরেই তিনি তিনি ব্লক সভাপতিদের পরিবর্তন করার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তাঁর মতে, ব্লক সভাপতিরা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে বিধায়কের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই দল ক্ষুব্ধ হয়েছে। এর ফলে দলের ভাব মূর্তি নষ্ট হয়েছে বলে মনে করছেন অনেকেই। শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ইদ্রিস আলি মাঝেমধ্যেই এই ধরনের মন্তব্য করে থাকেন। দলে থাকতে গেলে সকলকে দলের নির্দেশ মেনে চলতে হবে। বিধায়ক যেটা বলেছেন ঠিক বলেননি। এটা বেশি মোটেই ভালো ভাবে নেওয়া হবে না। শোভোনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাবেন। তাঁর এই বক্তব্যকে মোটেই সহজ ভাবে নেওয়া হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিতে বললে তিনি ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেন, বিধায়কের মুখে এসব মন্তব্য একেবারে ঠিক নয়।

শৃঙ্খলা রক্ষা কমিটি তরফে বেশ কিছু বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী। একাধিক বিধায়কের বিরুদ্ধে অধিবেশনে হাজিরা নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিকমতো অধিবেশনে হাজির হচ্ছেন না বলে অভিযোগ। তার ভিত্তিতে মন্ত্রী বিধায়কদের হাজিরার খাতা এবার থেকে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হবে শোভনদেব জানিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই নির্দেশ আলি শাস্তির মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত এর আগে মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক হুমায়ুন কবীর বারবার দলের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here