Home আপডেট ‘ধনখড়ই নিয়ম বদলেছেন,’ ধূপগুড়ির শপথ জটিলতার মাঝে মুখ খুললেন স্পিকার

‘ধনখড়ই নিয়ম বদলেছেন,’ ধূপগুড়ির শপথ জটিলতার মাঝে মুখ খুললেন স্পিকার

‘ধনখড়ই নিয়ম বদলেছেন,’ ধূপগুড়ির শপথ জটিলতার মাঝে মুখ খুললেন স্পিকার

[ad_1]

ফল প্রকাশের পর দুসপ্তাহ পেরিয়ে গেলেও এখনও শপথ নিতে পারেননি ধূপগুড়ির জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসেকে চিঠ লিখছেন বিধানসভার পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কেন এই জটিলতা তা নিয়ে এবার মুখ খুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন,’আগে শপথকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হতো না। আমাদেরকে ক্ষমতা দেওয়া হতো। আমরা সেই ভাবে শপথের দিন ঠিক করতাম।’

স্পিকার জানান, পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সময় থেকে এই শপথের নিয়ম বদলেছেে। তিনি বলেন,’উনি নিজে দায়িত্ব নিতে শুরু করেন। তখন থেকেই সেই পদ্ধতি চলছে। দুর্ভাগ্যজনক ভাবে একমাসের বেশি সময় পেরিয়ে গেল। এখনও কিছুতেই শপথ নেওয়ানো গেল না। যতক্ষণ পর্যন্ত রাজ্যপাল অনুমতি না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিছু করার নেই। ‘

রাজ্য-রাজ্যপাল সংঘাতে নবতম সংযোজন ধূপগুড়ির জয়ী প্রার্থীকে শপথগ্রহণ ইস্যু।

(পড়তে পারেন। দলের বিরুদ্ধে মন্তব্য, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন ইদ্রিস)

নবান্ন সূত্রে খবর, ধূপগুড়ির ফল ঘোষণার পরপরই শপথগ্রহণ সংক্রান্ত ফাইল রাজভবন পাঠিয়ে দেওয়া হয়। সেই ফাইল আটকে থাকে রাজভবনে। পরে জানানো হয় রাজভবনেই জয়ী প্রার্থীকে শপথ নেওয়াবেন রাজ্যপাল। রাজ্যকে না জানিয়ে শনিবার দিন শপথের দিন ঠিক করেন রাজ্যপাল। তবে যাঁর শপথ সেই নির্মলচন্দ্র দাবি করেন, শপথ নিয়ে কোনও চিঠি তাঁর কাছে আসেনি। ফলে ভেস্তে যায় শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠান।

পরে ৪৮ ঘণ্টা পর মঙ্গলবার শপথগ্রহণের চিঠি পান নির্মলচন্দ্র রায়। চিঠি হাতে পেয়েই তিনি বিষয়টি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোরাধ্যায়কে জানান। তিনি এই ঘটনা জানিয়ে রাজ্যপালকে চিঠি দেন পরিষদীয় মন্ত্রী। তিনি বলেন, ‘নতুন বিধায়ক এলাকার কাজ করবেন, সাধারণ মানুষকে তাঁদের প্রয়োজনে শংসাপত্র দেবেন। কিন্তু তিনি এখনও শপথই নিতে পারলেন না। কেন এমন করছেন রাজ্যপাল।’

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here