Home আপডেট দুই ভাইয়ের বচসা গড়াল রাজনৈতিক মারামারিতে, ISFকে পেটানোর অভিযোগ TMCর বিরুদ্ধে

দুই ভাইয়ের বচসা গড়াল রাজনৈতিক মারামারিতে, ISFকে পেটানোর অভিযোগ TMCর বিরুদ্ধে

দুই ভাইয়ের বচসা গড়াল রাজনৈতিক মারামারিতে, ISFকে পেটানোর অভিযোগ TMCর বিরুদ্ধে

[ad_1]

শুরুতে ছিল দুই ভাইয়ের বিবাদ। শেষে তাই-ই রূপ নিল ISF – তৃণমূল সংঘর্ষে। পারিবারিক পরিসরে রাজনীতির অনধিকার প্রবেশে ভোটের আগে আরও একবার রক্ত ঝরল রাজ্যে। এবার ঘটনাস্থল দত্তপুকুর থানা এলাকার পূর্ব খিলকাপুর। ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ।

আরও পড়ুন: লোকসভার সান্ত্বনা বিধানসভার উপ-নির্বাচনে! সায়ন্তিকাকে টিকিট TMC-র, ভগবানগোলায় কে?

ISFএর দাবি, শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর পূর্ব খিলকাপুরের দাড়িপুকুর গ্রামে চায়ের দোকানে বসে ছিলেন তাঁরা। তখন স্থানীয় ২ ভাইয়ের মধ্যে সেখানে বচসা চলছিল। হঠাৎ সেখানে হাজির হন কয়েকজন তৃণমূলি দুষ্কৃতী। ২ ভাইয়ের বচসার মধ্যে ঢুকে ISF কর্মীদের মারধর শুরু করেন তাঁরা। ঘটনায় বেশ কয়েকজন ISF কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ।

আক্রান্ত এক ব্যক্তির দাবি, আমাদের ভোটের কাজ করতে দেবে না তৃণমূল। সেজন্য কয়েকদিন ধরে শাসকদলের দুষ্কৃতীরা গ্রামের বিভিন্ন জায়গায় ছুতোয় – নাতায় অশান্তি পাকিয়ে বেড়াচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আমরা চায়ের দোকানে বসেছিলাম। সেখানে আমাদের মারধর করা হয়। আমার কপালে লেগেছে। পুলিশকে জানিয়েও কাজ হয়নি। পুলিশ তো ওদের পকেটে।

পালটা তৃণমূলের দাবি, তাদের কর্মীরা নয়, অশান্তির সূত্রপাত ISF কর্মীদের হাত ধরেই। এর পর বিষয়টি পরিকল্পনা করে তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে। এর মধ্যে তৃণমূল কোথাও নেই।

আরও পড়ুন: বেলেঘাটা মেট্রো নিয়ে অসন্তোষ প্রকাশ CRS-র! ‘পরীক্ষায় ফেলের জন্য’ দুষল পুলিশকে

ঘটনার জেরে শুক্রবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় দাড়িপুকুর গ্রামে। বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীদের একাংশ। খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশকর্মীরা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশকর্মীরা। তবে ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। দোষীদের চিহ্নিত করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশকর্মীরা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here