Home আপডেট দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও

দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও

দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও

[ad_1]

আবাস যোজনা এবং একশ দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিজেপিকে। কিন্তু তা নিয়ে গেরুয়া শিবির কোনও হেলদোল না দেখানোয় ফের সেই প্রসঙ্গ তুলে  বিজেপি তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রায় দু’সপ্তাহ ৩৫০ ঘণ্টা হয়ে গেল। বিজেপি এখনও আমার চ্যালেঞ্জ গ্রহণ করে, ২০২১ সালে হারের পর থেকে আবাস যোজনা এবং মনরেগা (১০০ দিনের কাজপ্রকল্প) নিয়ে শ্বেতপত্র প্রকাশে এগিয়ে এল না।’

যদিও এর পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্বেতপত্র জমা দিতে বলি তবে তিনি কি দেবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন শ্বেতপত্র প্রকাশের জন্য। এ কথা রাজ্য সরকারের সচিবরা কেন কেন্দ্রকে বলতে পারলেন না? আদালতে বলতে পারেন না কেন?’

আরও পড়ুন। দিলীপ ঘোষের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের

প্রসঙ্গত, এর আগে একাধিক বার আবাস ও মনরেগা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভাতে চিঠি দেখিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবর্ষের আবাস যোজনার একটি টাকাও দেয়নি কেন্দ্র। তিনি দাবি করেন, এ নিয়ে প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুন। 

তিনি আরও বলেন, ‘কত টাকা ১০০ দিনের কাজে দিয়েছেন, কত টাকা আবাসে দিয়েছেন, তার শ্বেতপত্র প্রকাশ করতে যদি না-ও পারেন, বিজেপির যে কোনও নেতা, কেন্দ্রীয় সরকারের যে কোনও অফিসারকে কলকাতায় পাঠাবেন। চ্যানেল, সঞ্চালক, সময় আপনি ঠিক করুন। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।’

আরও পড়ুন।কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ

এর পর ১৪ মার্চ অধিকার যাত্রা কর্মসূচি থেকেও একই প্রসঙ্গে বিজেপিকে নিশানা করেন অভিষেক। তিনি দাবি করেন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের হেরে যাওয়ার পর থেকেই আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তিনি বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন শ্বেতপত্র প্রকাশের জন্য। এমনকি এ প্রসঙ্গে মুখোমুখি বসে যুক্তিতর্কের লড়াই করতে চান তিনি। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেল থেকে সেই চ্যালেঞ্জ আবার ছুড়ে দিলেন তিনি। 

আরও পড়ুন। রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here