Home খেলাধুলো দেশকে সোনা জেতালেন সৌরভ, এশিয়ান গেমসে বড় রেকর্ড বাংলার মেয়ে সুতীর্থার

দেশকে সোনা জেতালেন সৌরভ, এশিয়ান গেমসে বড় রেকর্ড বাংলার মেয়ে সুতীর্থার

দেশকে সোনা জেতালেন সৌরভ, এশিয়ান গেমসে বড় রেকর্ড বাংলার মেয়ে সুতীর্থার

[ad_1]

কলকাতা: এশিয়ান গেমস ২০২৩- এর ষষ্ঠ দিনে ভারতীয় পুরুষ দল স্কোয়াশে নতুন ইতিহাস লিখেছে। ফাইনাল ম্যাচে ভারতীয় দল প্রতিবেশী দেশ পাকিস্তানের মুখোমুখি হয়েছিল।

ভারতীয় পুরুষ স্কোয়াশ দল পাকিস্তানিদের হারিয়ে সোনার পদক জিতেছে। প্রায় ৯ বছর পর স্কোয়াশে সোনা জিতেছে ভারতীয় দল।

ফাইনালে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে ভারতীয় দল। ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়।

ফাইনালে অভয় সিংয়ের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। পাকিস্তানের জামান নূরকে দুর্দান্ত লড়াইয়ের পর হারিয়ে দেন তিনি।

আরও পড়ুন- Viral: বিশ্বকাপের প্রথম ভাইরাল, খোঁজ মিলল শ্রেয়স আইয়ারের ‘ডুপ্লিকেট’ আম্পায়ারের

অভয় সিংয়ের আগে বাংলার ছেলে সৌরভ ঘোষাল পাকিস্তানের মহম্মদ অসীম খানকে হারিয়ে স্কোর সমান করেছিলেন। পাকিস্তানের নাসির ইকবালের কাছে হারেন মহেশ মাঙ্গাওয়ারকে। তার পর ভারতীয় দল প্রত্যাবর্তন করেন।

অন্যদিকে, টেবল টেনিসে নজির গড়েছেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে চিনাদের হারিয়ে পদক নিশ্চিত করে ফেলেছেন তাঁরা।

আরও পড়ুন- কলকাতা সেরা মহমেডান, উদযাপনের মাঝে মেহরাজকে ধন্যবাদ জানাচ্ছে সাদা-কালো ব্রিগেড

আগে কখনও এশিয়ান গেমসে মহিলাদের ডাবলসে ভারত পদক পায়নি। ফলে এবার সুতীর্থারা নতুন রেকর্ড গড়ে ফেললেন। ২ অক্টোবর সেমিফাইনাল খেলতে নামবেন তাঁরা।

Tags: Asian Games, Sourav ghoshal

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here