Home ব্লগবাজি ধন্যবাদ বলা হয় না ~ সুশীল রায়

ধন্যবাদ বলা হয় না ~ সুশীল রায়

ধন্যবাদ বলা হয় না   ~  সুশীল রায়
ধন্যবাদ বলা হয় না
******************
                       

অফিসের চাপটা আজ একটু বেশিই ছিল।
বাড়িতে এক কাপ এক্সট্রা চা হলে ভালো হত।
আমাকে কিন্তু চাইতে হয় না-
কাপ টেবিলে অপেক্ষা করতে থাকে...
-একটু কড়া করে করা।

ধন্যবাদ বলা হয় না

ফুলশয্যায় একটা গিফ্ট দিয়েছিলাম।
ওটা শুনেছি, দেওয়াটাই দস্তুর।
আমাকে উপহার দিয়েছিল আজন্মের একান্ত ঐশ্বর্য,
একান্ত গোপন,
একান্ত সর্বস্ব...

ধন্যবাদ বলা হয়নি

সে আমার মা-বাবার সন্তান হয়ে ওঠে না কখনও।
অথচ কী অনায়াসে তাদেরকেই মা ডাকে,
বাবা ডাকে;
অসুখেবিসুখে কম তেল-মশলার রান্না করে;
খাইয়ে দেয়;
বাপের বাড়ি যাতায়াত বন্ধ হতে বসে...

আমার সন্তান; আমার বংশধর বড় হয়ে ওঠে তারই
অমৃতময় অন্তঃসলিলার উদার উদ্যানে।
আমার সগর্ব পরিচয় বিস্তৃত হয় আকাশে বাতাসে...

ধন্যবাদ বলা হয়নি;
-ধন্যবাদ বলা হয়ে ওঠে না কখনও...

                সুশীল রায়:11/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here