হাতের মুঠোয়ে গর্ভনিরোধক যন্ত্র নিয়ে জন্মাল শিশু !!!

হাতের মুঠোয়ে গর্ভনিরোধক যন্ত্র নিয়ে জন্মাল শিশু !!!

ওয়েব ডেস্কঃ  দুই সন্তানের মা লুসি৷  নতুন করে গর্ভধারণ করতে চাননি ৷ ২০১৬-এর আগস্টে গর্ভনিয়ন্ত্রণে সাহায্য নিয়েছিলেন ইন্ট্রা ইউটেরাস ডিভাইসের(আইইউডি)৷ ইংরেজি ‘টি’ আকৃতিবিশিষ্ট ছোট্ট এই যন্ত্র জরায়ুতে স্থাপন করে গর্ভরোধ করা যায়৷ তবে ‘ঈশ্বরের মার দুনিয়ার বার’৷ ডিসেম্বরেই লুসি আবিষ্কার করেন, তিনি ১৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা৷ সে ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন৷ আর এ বছরের ২৭ এপ্রিল ভূমিষ্ঠ হয় ছোট্ট ডেক্সটার৷ আশ্চর্যরকমভাবে মা-র পেট থেকে বেরনোর সময় তার হাতে ছিল জন্মনিয়ন্ত্রণকারী যন্ত্র! আর আশ্চর্যজনকভাবে তাকে পৃথিবীতে না আনতে ঠিক এটিই ব্যবহার করেছিলেন মা লুসি হেলেইন!

 

লুসির অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত ছিলেন নার্স লরা গ্যাসেমেনিয়া৷ তিনি জানান, আইইউডি প্রয়োগে অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য শতাংশ৷ তাই লুসির বিষয়টি ‘মিরাকল’-এর মতো লাগে তাঁর৷ বিষয়টিকে আরও সাংকেতিক করে তোলার জন্য ছোট্ট ডেক্সটারের কড়ে আঙুল থেকে বের করে আইইউডি-টি ভাল করে তার হাতে গুঁজে দেন৷ আইইউডি হাতে ডেক্সটারের ছবি তোলান লুসিকে দিয়ে৷ ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউণ্টে পোস্ট করেছেন লুসি৷ তবে এখন ছোট্ট ডেক্সটারকে পেয়ে যারপরনাই খুশি লুসি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here