Home ব্লগবাজি নষ্টামেয়ে : অভিজিত চ্যাটার্জ্জী

নষ্টামেয়ে : অভিজিত চ্যাটার্জ্জী

0
নষ্টামেয়ে :   অভিজিত চ্যাটার্জ্জী

নষ্টামেয়ে

সন্ধ্যা আগমনে শুধু প্রতিক্ষায়,,,
নূতন কাষ্টমারের জন্য
রয়েছে বড় আশায়,,।
তাপ্পিমাড়া চুরিদার,
সস্তার পাউডারে,,,
ক্ষীনকায়া আজকে তার
জং পরেছে হাড়ে,,,,,।
রঙচটা তার দেহখানি,
রক্ত হয়েছে ক্ষীণ,,,
দেহবেচে খায় সে যে,
তবুও পরাধীন,,,,।
কচিযুবাদের ভীড়ের আশায়,
শুধু চেয়ে থাকা,,,
কোনবাবুকে এরই নেশায়,,
শুধুই আটকে রাখা,,,।
সারারাত চলে এমনতর,
দেহ নিয়ে খেলা,,,
এমন করে কি যায় বাঁচা
নিত্য দুই বেলা,,, ।
মাঝ বয়সী এক সে ক্রেতা,
খোজেন যেন কিছু,
বহুকালের হারিয়ে যাওয়া,
স্মৃতির পিছু পিছু,,,।
অনেক চেষ্টা করেও যারে,,,,,
ফেরাতে পারে নি,,,,
এমনভাবে ফিরে পেল,,
হারিয়ে যাওয়া সুমি,,,,।
কতকাল সে হারিয়ে গেছিল,
নোংড়া অন্ধকারে,,,,,
পেলাম ফিরে তারে এমন,,
নোংড়া কাজের নীড়ে,,।
আজ আর সে চায় না
এমনি করে বাঁচতে,,
দুবেলা আর চায়না সুমি
নূতন বউ সাজতে,,,,।
এবার আমায় নিয়ে চলো,,
অনেক দেরি হোলো,,
ঘরেই গিয়ে না হয় আমায়,,,
যা খুশি তাই বোলো,,,,,।
এরপরেও কি কায়ামলিন,,
বলবে তারে কেউ,,,?
এরপরেও সুমি এ সমাজে,,,
কলঙ্কেরই ঢেউ,,,,?
হঠাত দেখি মাঝবয়সীর
বুকে ওঠে ব্যথা,,,,
ততক্ষনে সুমিও নিথর,
পরে আছে মৃতা,,,,।
এমন মৃত্যু দেখা যায়না
সুমির তরে সে,,,,
নষ্টামেয়ের জীবণদর্শন
আজও আকাশে বাতাসে ভাসে,,,,।।।।

 

 

 

 

 

 

 

 

অভিজিত চ্যাটার্জ্জী :  20/04/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here