নূন্যতম উচ্চতাই নেই টাওয়ার এর, বিমান দুর্ঘটনার আশঙ্কা কলকাতা বিমানবন্দরে

নূন্যতম  উচ্চতাই নেই টাওয়ার এর, বিমান দুর্ঘটনার আশঙ্কা কলকাতা বিমানবন্দরে

ওয়েব ডেস্কঃ ২০শে এপ্রিল- কলকাতা বিমানবন্দরের আধুনিকীকরণ এর পর সু্যোগসু্বিধা বাড়লেও বিমান দুর্ঘটনা ও যাত্রী নিরাপত্তার প্রধান স্তম্ভ এয়ার ট্র্যাফিক কন্ট্রোল এর খোলনলচে একই রয়ে গেছে। ATC -র জন্য নির্মিত টাওয়ার এর উচ্চতা নূন্যতম ১১২ মিটার করার দিকে দেওয়া হয়েনি কোনো নজর। যার ফলে নতুন ইন্টারন্যাশনাল টার্মিনালে ঢাকা পড়ে যাচ্ছে এয়ারক্রাফ্ট পার্কিং এরিয়া যতক্ষণ  না বিমান ট্যাক্সি বে-তে পৌছয় ততক্ষণ নজরে আসে না। টাওয়ারের কম উচ্চতার কারণে শুধু মাটি কেন, আকাশও ATC-র নজরের আড়ালে। একদিকে নিবেদিতা সেতুর দিকের অংশ কিংবা কৈখালি, বিমান আসা-যাওয়ার পথে ATC-র চোখ কার্যত বাঁধা। এয়ারপোর্টের বাইরেও পাঁচ মাইল এলাকা পর্যন্ত খোলা চোখে, স্পষ্ট নজরে দেখা যাওয়া দরকার। কিন্তু উচ্চতার বাধায় তা আটকে যাচ্ছে।

এয়ার ট্র্যাফিক কন্ট্রোল এর ম্যানেজারদের মতে এর ফলে, দৃষ্টিগোচর না হওয়ার কারনে যেকোনোদিন ঘটেও যেতে পারে বড়সড় কোনো বিপদ।।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here