Home ব্লগবাজি নামহীন ভাবনারা মেঘময় : সোমাদ্রি সাহা

নামহীন ভাবনারা মেঘময় : সোমাদ্রি সাহা

নামহীন ভাবনারা মেঘময়     :       সোমাদ্রি সাহা
নামহীন ভাবনারা মেঘময়
---------------------

1
''বিচার করার আমি কেউ না ''
বলে হেঁটে চলে গেল সময়...
যোগ্যতার বালি ঘড়ি আমায় বলল,
বন্ধু জীবন সাগরের মতোই নোনতা
সেই যাপনে যাপিত সত্য অহর্নিশ
ঘুমের বালিশ যে স্বপ্ন দেখে-
2
টেবিলের সাজানো সময়ে
একবার তাকিও নিচের রাস্তায়
অমলকান্তির রোদগুলো,
লেগেছে শিশুটির চা দোকানে
সে বন্ধু পায়নি তোমার ঘরের সোনার
সে কোচিং ক্যাম্পে যায়নি
তোমার সোনা সচিনকে স্পর্শ করল
3
বন্ধুর যোগ্যতা বিচার করার সময় কেউ নয়

তবু আবহ, তবু চেতনা এলওসি-র কাঁটা তার
যোগ্যতা থাকলেও পাকিস্তান ভারতের বন্ধু নয়
4
আমি সমাজের শত্রু
কবিতাই লিখি,
বিচার করার আমি কেউ নই
বন্ধু মানে প্রত্যাঘাত আর চোখের জল

কারণ বিপরীত লিঙ্গে প্রেম জাগে ফ্রেন্ডশিপ নয়
ওসব পাড়া ক্রিকেটে হত...দৈবাত 
5
বন্ধু মানে সবটাই তোর, নিঃস্বার্থতা
গাছহীন যুগে সে কথা কে বলবে ক্লোরোফিলকে
তুমি ভাল ছাত্রি, বুঝবে একদিন
আমার মনকে, মন নয় চোখের পলক আর ঠোঁট...
                                সোমাদ্রি সাহা - ০৩/০৫/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here