Home ব্লগবাজি হৃদয় নদী : সুচেতনা সেন

হৃদয় নদী : সুচেতনা সেন

হৃদয় নদী       :      সুচেতনা সেন
হৃদয় নদী


কেন হারিয়ে গেলে ;
যেন নদী তার জল গুটিয়ে নিয়ে
শীতলতায় নির্বাক হলো এলোচুলে পর্বত শিখরে -
তার সেই ধ্যানের আসনের নীচে
এসে একে একে জড়ো হয় কত নগর সভ্যতা -
নাগরিক জীবন ,নিয়নের আলো ;
মুছে যায় দিন -দিনের আলো
রাতের আঁধারে মুছে গেছে নক্ষত্রের আলো
উপেক্ষায় -পিপাসায় - প্রেম আর গানে গানে -
সেসব কয়েক শতাব্দী হবে !
মুছে যায় দিন -দিনের আলো
রাতের অন্ধকার ;পৃথিবীর পথে এসে
হৃদয় নদী হয়ে মরুতে হারায় -
জানি
তবু জানি
তোমার হাতের একটু ছোঁয়া পেলে
কোথাও বরফ গলে অবহেলে ; উষ্ণতায় -
তখন আবার নদী -শহর -বন্দর- বস্তি
নাগরিক জীবন -এক পৃথিবীর কোলে ।
                         সুচেতনা সেন:03/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here