Home ব্লগবাজি নিজের মুখোমুখি ~ দেবব্রত সান্যাল

নিজের মুখোমুখি ~ দেবব্রত সান্যাল

নিজের মুখোমুখি     ~     দেবব্রত সান্যাল
নিজের মুখোমুখি

শীতের দিনে স্নানঘরের আধ-আয়নায়
নিজেকে হারানো আর খুঁজে বের করা ,
আমার কাছে শুধু খেলা নয়
ছানি কাটানোর পর চোখ খোলার মত'।

আমি আমার চোখে চোখ রাখি,
একেবারে আতি পাতি করে খুঁজি ,
কোন কোণায় লুকিয়ে আছে
ভয় নামক শের খান !

এদিকে আমার সাহসের টর্চটার ব্যাটারী
একটু একটু করে কমে আসছে ।
আলো নেভার আগেই তার মুখোমুখি হতে চাই ,
সেই মানুষটার
যে ব্যালট আর বুলেটের অধিকার পরিষ্কার বুঝতো ।

                   দেবব্রত সান্যাল : 07/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here