Home ব্লগবাজি নৌকাটা : সুচেতনা সেন

নৌকাটা : সুচেতনা সেন

নৌকাটা       :        সুচেতনা সেন
নৌকাটা
------------

নৌকাটা পাড়ে দাঁড়িয়ে মাথা চালছে
জোয়ার এসেছে
ভেসে গেছে দু তিনটে নৌকা
বইয়ের পাতা আর অক্ষরগুলো
সেই জল ঢেউয়ে লাফাচ্ছে
ঘরের ভিতরে পড়তে বসলে
ঘর বার করে দিচ্ছে
বাহির টানছে
ভিতরে একটু একটু জোয়ার আসছে
কবে সরে এসেছি এসব থেকে
কবি কবিতা যেন মাটির ভাঁড়ে তালরস
আবোল তাবোলে বলা আছে
এমন সময় দরকার
কানের কাছে নামতা পড়া
নাকি ভিতরে ভিতরে এ রোগ লাগবে ;বড়ো ছোঁয়াচে ;
আর ভয় পাবো না
সব নিয়ে চলবো
এগুলো তখন শক্তি দেবে
একাকীত্ব ত কাটবে
দেবেই দেবে ;এবার ঠিকঠাক
কোমরে শক্ত করে গামছাটা বেঁধে নিই
লড়ব ঘরে বাইরে এক করে
খুলে দিই নৌকা ; জোয়ার এসেছে
আমি একা নই
একা নয় আমার বইয়ের পাতা অক্ষরগুলো ।
সুচেতনা সেন : 07/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here