Home খেলাধুলো পাকিস্তান ম্যাচের আগে বড় ধাক্কা ভারতের, খেলতে পারবেন না দলের অন্যতম প্রধান ব্যাটার Asia Cup 2023 KL Rahul Miss India vs Pakistan and Nepal Match says Indian Team head coach Rahul Dravid sup

পাকিস্তান ম্যাচের আগে বড় ধাক্কা ভারতের, খেলতে পারবেন না দলের অন্যতম প্রধান ব্যাটার Asia Cup 2023 KL Rahul Miss India vs Pakistan and Nepal Match says Indian Team head coach Rahul Dravid sup

পাকিস্তান ম্যাচের আগে বড় ধাক্কা ভারতের, খেলতে পারবেন না দলের অন্যতম প্রধান ব্যাটার Asia Cup 2023 KL Rahul Miss India vs Pakistan and Nepal Match says Indian Team head coach Rahul Dravid sup

[ad_1]

২ তারিখ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে চলেছে ভারত। সেই ম্যাচের আগে বড় দুঃসংবাদ টিম ইন্ডিয়ার জন্য। দীর্ঘ দিন পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছিলেন শ্রেয়স আইয়র ও কেএল রাহুল। কিন্তু আইয়ারকে নিয়ে কোনও সমস্যা না থাকলে রাহুলের এখনই মাঠে ফেরা হচ্ছে না। সাংবাদিক বৈঠকে বড় খবর দিলেন রাহুল দ্রাবিড়।

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা পর বিসিসিআইয়ের মুখ্য নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন, কেএল রাহুলের এখনও সামান্য নিগল রয়েছে। সেই কারণে প্রথম দুটি ম্যাচে নাও পাওয়া যেতে পারে রাহুলকে। সেই আশঙ্কাই সত্যি হল। রাহুল দ্রাবিড় সাংবাদিক বৈঠকে জানান,’আমাদের সঙ্গে এক সপ্তাহ বেশ ভালো কাটিয়েছে কেএল। ভালোভাবে ট্রেনিং করেছে। অনেক কিছু করেছে। আমরা যে পথে ওকে এগিয়ে যেতে চাই, সেই পথে ও খুব ভালোভাবে অগ্রসর হচ্ছে। তবে প্রথম দিকে ওকে পাওয়া যাবে না।’

দলে ফেরার পর থেকে অনুশীলনে কেএল রাহুলকে দেখে আশা জেগেছিল ভারতীয় ফ্যানেদের মনে। যেভাবে ব্যাটিং, কিপিং করছিলেন তাতে অনেকেই মনে করেছিলেন পাকিস্তান ম্যাচ থেকেই পাওয়া যাবে কেএল রাহুলকে। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা পূরণ হল না। তবে কেএল রাহুল যেভাবে উন্নতি করছেন তাতে রাহুল দ্রাবিড় ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে খুশি তা স্পষ্ট।</p

আরও পড়ুনঃ Asia Cup 2023: সম্পূর্ণ বিনামূল্যে দেখুন এশিয়া কাপ, ক্রিকেট প্রেমিদের জন্য সুখবর, জেনে নিন কীভাবে

আসলে কেএল রাহুলের যে সামান্য নিগল রয়েছে তা নিয়ে কোও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জোর করে খেলাতে গিয়ে যাতে কোনও সমস্যা না হয় সেই দিকটা ভেবেই রাহুলকে নিয়ে ধীরে চল নীতি নিয়েছে ভারতীয় দল। ফলে প্রথম দুই ম্যাচে রাহুলের পরিবর্তে দলে উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলার সম্ভাবনা বেশি ইশান কিশানের। তবে সুপার ফোর থেকে রাহুল দলে ফিরবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছুই জানাননি রাহুল দ্রাবিড়।

Tags: Asia Cup 2023, India Vs pakistan, Indian Team, KL Rahul, Rahul Dravid

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here