Home ব্লগবাজি পুরান – টুরান ~ দেবব্রত সান্যাল

পুরান – টুরান ~ দেবব্রত সান্যাল

পুরান – টুরান   ~    দেবব্রত সান্যাল
পুরান – টুরান
*************

এক


ত্রেতা যুগে ইক্ষাকু বংশের রাজা দশরথের তিন বৌ,

ছোট বৌয়ের আবদারে বড়ো ছেলেকে পাঠালেন বনে,

সাথে ছেলের বৌ , আরেক ছেলে ফাউ

বৌয়ের জন্য পাহাড় সরানোর মতো

তুচ্ছ কাজটা রইলো

কলিযুগের দশরথ মাঝির জন্য ।


দুই


যুধিষ্টির মাঝির পিছে পিছে

একটি কালো কুকুর চলে

লেড়ে বিস্কুটের লোভে।

বৌটা অর্জুন মুন্ডার সাথে

ভেগেছে কদিন আগেই ।

ভাই ভীমের জবাব , ‘গেলে দোকানটা সামলাবে কে’ ?

তবে কিষণ মাহাতোর ধারণা,

যুধিষ্ঠির চলেছে মহাপ্রস্থানের পথে।


তিন


পুরানের যুগে আগুন টাগুনগুলো

বেশ নরম সরম হোতো।

একটু দেখে শুনে বিচার ভাবনা করে এগোতো |

তাই প্রল্লাদ , সীতার কিচ্ছুটি হয়নি।

এখন আগুনের ফুলকিগুলো দালালি খেয়ে,

কেরোসিন , পেট্রোলের নেশা করে

নবজীবন কলোনি পোড়ায় লাফিয়ে লাফিয়ে, 

আর নাম হয় শর্ট সার্কিট।

           দেবব্রত সান্যালঃ১৩/০৫/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here