Home ব্লগবাজি প্রশ্ন চিহ্ন ~ জ্যোতির্ময় রায়

প্রশ্ন চিহ্ন ~ জ্যোতির্ময় রায়

প্রশ্ন চিহ্ন    ~   জ্যোতির্ময় রায়
প্রশ্ন চিহ্ন
********


##
ডাক বাক্সে পুরোনো ইস্তেহার ,বেনামী চিরকুটে
রক্ত থাবা ....নাহ! এতো  ধর্মের বা রাজনীতির কোনো
রং বদল নয় ,গোলাপী নেলপালিশের আবরণ ... স্মৃতিপট ॥
প্রতীক্ষায়  থাকে প্রেমিকি মন "ফের এক বার যদি ফিরে তাকায় চাঁদ "॥

##
আমি আজকাল শব্দ সাজাই ওই ঘন কালো মেঘে
 নীরবে আজও বুঝি সন্ধ্যাতারা উঠে ?
  আকাশে আগুনের ফুলকি ,মৃত গল্পের উপন্যাসে স্বপ্নের চাঁদ উঁকি ॥
"তবুও কি সত্যি তোমায় ভালোবাসি ? "

##
কয়েকশো হাজার বছর আগে বৃষ্টি চিহ্ন ভাঙ্গা কাঁচে ,
প্রতিবিম্বহীন গল্পের জোটরে  ভেজালি মন
শব্দ খোঁজে যৌনতায়  ,তবুও বৃষ্টির প্রলেপ
ছুঁয়ে ছুঁয়ে পড়া বৃষ্টি কণা  রেখে যায় "প্রশ্ন চিহ্ন "
"কেন অতীত এসে দরজার কড়া নাড়ে ?"

জ্যোতির্ময় রায়~ 10/07/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here