Home ব্লগবাজি প্রেম ~ সুচেতনা সেন

প্রেম ~ সুচেতনা সেন

প্রেম   ~    সুচেতনা সেন
প্রেম
*****************

আমরা অনন্ত পথ যাত্রী ;
প্রেম- নশ্বর -পরকীয়া -ঘুম- আর ঘুমন্তের দেশ ;
তোমার শরীরের খাঁজে খাঁজে গোলাপের পাপড়ির মতো ছেড়ে এসেছি
আমার অবুঝ মন - যে তোমায়
আরো সবুজ করবে বলেছিল একদিন ;
দু এক মুহূর্ত গাঙ চিল সুখ - সীমাহীন আকাশের নীলে
তোমায় ডেকে নেবে বলেছিল -
তুমি  তা নিলে না কিছু ;
তোমার সহজ বিচারে তুমি প্রত্যাখান কর মুহূর্তগুলো-
কত সাধারণ -কেমন স্বাভাবিক !
তুমি সহজ সুন্দর -
তোমারও ভালোবাসার মানুষ আছে -সে আমি নই ; তাই -
তোমায় ভালোবেসে আমি একশোভাগ অর্থহীন ।
তবু মন ছায়া আর তনু - নয় সবখানি -
তোমার আঙুলের এক ছিটে ছোঁয়া
আমাকে বারবার টলিয়ে দেয় - আজও
তোমাকে চেয়েছি অক্ষয়
কেন জানি না -
তবু জীবন জানি অনন্ত পথ যাত্রী -
এখন সবুজ মাঠ ,কচি ঘাস ,লাল মাটি ,বৃষ্টি কাদা
শূন্য চেয়ার ,টেবিল ,জলের বোতল -কাজ
সভ্যতা- অপেক্ষা  - এক হাতছানি শুধু -
সব উত্তরহীন হয়ে বয়ে চলা - কিছুই নয় দামী ।

               সুচেতনা সেন: 21/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here