বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক বিপর্যয়ে নয়া সিদ্ধান্ত রেলের, নড়েচড়ে বসল কর্তৃপক্ষ


বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক বিপর্যয়ের পাঁচদিনের মাথায় যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মনে পড়ল পূর্ব রেলের। এখন তারা সিদ্ধান্ত নিয়েছে স্টেশনে এবং প্ল্যাটফর্মে যে জলের ট্যাঙ্ক আরও আছে সেগুলি বদলে ফেলবে। ইতিমধ্যেই বর্ধমানের সেই বিপর্যয়ে চারজনের মৃত্যু হয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল পূর্ব রেল। এবার জলের ট্যাঙ্কগুলি পরিবর্তনের কথা ভাবল তারা। বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক বিপর্যয়ের পর এটা বড় সিদ্ধান্ত পূর্ব রেলের। লোহার জলের ট্যাঙ্ক এবং পুরনো সিমেন্টের ট্যাঙ্ক এবার বদলের কথা ঘোষণা করা হয়েছে।

এদিকে রেল সূত্রে খবর, পূর্ব রেলের স্টেশন চত্বর এবং প্ল্যাটফর্ম চত্বরে থাকা জলের ট্যাঙ্কগুলিকে ভাঙার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। তিনটি ডিভিশনে মোট ১২টি জলের ট্যাঙ্ক রয়েছে প্ল্যাটফর্মে। হাওড়া ডিভিশনে ৩টি, আসানসোল ডিভিশনে ৮টি, এবং মালদা ডিভিশনে ১টি রয়েছে। এমনকী স্টেশন চত্বরে থাকা ৪৮টি জলের ট্যাঙ্কও ভেঙে ফেলা হবে বলে আজ, সোমবার সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করা হয়েছে। যার মধ্যে শিয়ালদা ৭টি, আসানসোল ২৩টি, হাওড়া ১৪টি, মালদায় ৪টি আছে। আগামী এক বছরের মধ্যেই এই সব জলের ট্যাঙ্ক ভেঙে ফেলা হবে। যতক্ষণ না এগুলি সব ভাঙা হচ্ছে ততক্ষণ ট্যাঙ্কগুলিতে কম জল ভরা হবে।

অন্যদিকে এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল বলে মনে করছেন যাত্রীরা। কারণ তাহলে এই দিনটি দেখতে হতো না। আর চারজন মানুষের প্রাণ যেত না। তবে এবার পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে, যে ট্যাঙ্কগুলি আছে সেগুলিতে দরকার হলে দিনে দু’বার জল ভর্তি করা হবে। তাছাড়া কোনওরকম রক্ষণাবেক্ষণের দরকার আছে কি না সেটা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। বেশ কিছু জলের ট্যাঙ্ককে চিহ্নিত করা হয়েছে। পরে ধাপে ধাপে সেগুলিকেও ভাঙবে রেল। বহু ট্যাঙ্কের ৬০ বছর বয়স হয়ে গিয়েছে। সেগুলির রক্ষণাবেক্ষণে বাড়তি জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:‌ কত টাকা দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলি? রাজ্যপালের নির্দেশের জেরে জবাব তলব করল বিকাশ ভবন

পাঁচদিন আগেই বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা একটি জলের ট্যাঙ্ক আচমকা ভেঙে পড়ে। ১৮৯০ সালে এই ট্যাঙ্কটি তৈরি হয়েছিল বলে খবর। আর তার জেরে বহু মানুষ আহত হন। আর চারজনের মৃত্যু পর্যন্ত ঘটে। এই ঘটনার প্রায় পাঁচদিন পর এমন সিদ্ধান্ত নিল রেল। শুধু বর্ধমান স্টেশনেই নয়, এমন একাধিক রেল স্টেশন রয়েছে যা কিনা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। জলের ট্যাঙ্কগুলি এখনও পরিষেবা দিচ্ছে। তবে বর্ধমানের ঘটনা চাপে ফেলে দিয়েছে রেলকে। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‌ইতিমধ্যেই জলের ট্যাঙ্কগুলি ভেঙে ফেলার ব্যবস্থা করা হয়েছে। এক বছরের মধ্যে এই কাজ শেষ হবে। তবে এখন রোজকার পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ চলবে।’‌



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Swami Pradiptananda: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ

লোকসভা ভোটের প্রচারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

15 mins ago

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

3 hours ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

4 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

4 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

5 hours ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

5 hours ago