Home ব্লগবাজি বলা হল না ~ সুচেতনা সেন

বলা হল না ~ সুচেতনা সেন

বলা হল না  ~  সুচেতনা সেন
বলা হল না 


সেদিন তোর কথা বলার অবস্থা ছিল না -
কোন সকালে ঘুম ভাঙা বিরক্তি
আর ফোনটা বেজেছিল - একবার দুবার তিনবার ;
তোর মাথা ধরেছিল খুব - আর গলা ব্যথা ;
গলা জড়িয়ে যাচ্ছিল -খুব কষ্ট হচ্ছিল কথা বলতে -
চরম নিষ্ঠুরতা তুই কতো সহজ করে নিয়েছিলি ;
অনেক আঘাত পেয়েছিলি -যা বলার নয় ;
তবু কথা শেষে কেটে গিয়েছিল বিনিসুতো -
ফাটল বেড়ে দূরত্ব তৈরী হয়েছিল ;
কেমন টনটন করে উঠল তোর বুক ;
ওপারে আমি ছিলাম বড়ো উজবুক - অপদার্থ -
আমার ও বুকটা হু হু করে উঠেছিল
কথাগুলো মানবিকতা থেকে বলা হল না  -
আজো মনে হয় তা - চাওয়া হয়নি কোন ক্ষমা -
এর মধ্যে অনেক দূরত্ব তৈরী হয়েছে -
দুজনের প্রেম আর কথায় কুলায় না ;
তাই আমরা দুজনেই চুপ - কথা বড়ো সেনসেটিভ
তাই নীরবতা বাড়িয়ে চলে হৃদয়ের জ্বর -
ভালো দিন আসে না -সব ভুলে এ বুকে এসে
তুই একবার ধরা দিলি না -
কত ঝরনা ঝরেছে সেদিন -
কত বৃষ্টি - ভিজে মাটির গন্ধ ,ঝিঁঝিঁর ডাক -
আর সেই নীরবতা -
কথা আর ধরে রাখতে পারে না দুটো টনটনে বুকের ব্যাথা ;
ধীরে ধীরে তোর আমার চোখের কোলে আশ্রয় নেয় ক্ষমা প্রেম নীরবতা  -
কয় ফোন ত আর আসে না -
তুই চেয়ে থাকিস প্রতি সকালে  -
সে সকাল ত আর আসে না -
সেই বিরক্তি আর ফিরে আসে না ;
যে তোর কাছ থেকে তোকে কেড়ে নিয়েছে কবে  -
আজ তুই বুঝিস তা - কত কথা ছিল তোর আমার -
শুধু বলা হল না ....

সুচেতনা সেন:20/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here