“মেক ইন ইন্ডিয়া” প্রকল্পে ভারতে তৈরী হতে চলেছে শক্তিশালী যুদ্ধবিমান ‘এফ-১৬’

“মেক ইন ইন্ডিয়া” প্রকল্পে ভারতে তৈরী হতে চলেছে শক্তিশালী যুদ্ধবিমান ‘এফ-১৬’

ওয়েব ডেস্কঃ   এবার ভারতে তৈরী হবে যুদ্ধবিমান এফ-১৬ । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের ঠিক আগে মার্কিন সংস্থা লকহিড মার্টিনের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হল টাটা গ্রূপ। প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প উজ্জীবিত করতে কেন্দ্রীয় সরকার ভারতে ব্যক্তিগত বিমান এবং সামরিক যন্ত্রাংশ তৈরীর উপর বিশেষ জোর দিচ্ছে। এবার থেকে দেশের মধ্যেই এফ-১৬ তৈরি হলে ভারত এই অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরী এবং রফতানি করতে পারবে।

https://youtu.be/WtLwgxVDwfo

এই চুক্তিতে, লকহিডের টেক্সাসের কারখানা ভারতে স্থানান্তরিত করা হবে। তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মীদের উপর যাতে কোনও প্রভাব না পড়ে সেদিকে লকহিড মার্টিনের সংস্থা খেয়াল রেখেছেন। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানান ‘এটি টাটা ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগ। দুটি সংস্থার মধ্যে যে সম্পর্ক এবং একে অপরের প্রতি দায়বদ্ধতা ছিল, সেটা এই চুক্তির মাধ্যমে দৃঢ় হল।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here