Categories: বিদেশ

বাংলাদেশে ফাটানো হয় কামান, ভারতে তীব্র শব্দ এলে মায়ের আবাহন শুরু হয়, ইতিহাস-ঐতিহ্য


কাঁটাতারের ওপারে বাংলাদেশে ফাটানো হয় কামানের গোলা। সেই তীব্র শব্দ এসে পৌঁছায় ভারতে। কানে আসতেই উল্লাসে মেতে উঠে গোটা গ্রাম। শুরু হয় দেবীর আবাহন। এখানে মা ভীষণ জাগ্রত। সময় পেরোলেও ঘুণ ধরেনি ঐতিহ্যে, তবে বদল এসেছে নিয়মে। চিরাচরিত সেই প্রথা আজ শুধুই ইতিহাস। নেই রাজা, নেই রাজ্যপাটও। শুধু থেকে গেছে কাঁটা তারের বেড়া। ভারতের পুজোর সঙ্গে কেন গভীরভাবে জড়িয়ে বাংলাদেশের পুজো? এপারে পুজো হলে কেন মনে পড়ে যায় বাংলাদেশের কথা? কারণটা কি?

আজ এমন এক ঐতিহ্যময় পুজোর গল্প শুনবেন যার কথা মনে রেখেছে ভারত বাংলাদেশের মানুষ। ইতিহাস ভোলার নয়, ঐতিহ্য মুছে যাওয়ারও নয়। আগে ওপার বাংলার কামানের শব্দে সূচনা হত এপার বাংলার এক পুজো। স্বাধীনতার সেই আগে থেকেই সীমান্তবর্তী রাধিকাপুরের উদগ্রামের এই পুজো দুই বাংলার মানুষের কাছে জনপ্রিয়। বর্তমান বাংলাদেশের দিনাজপুরের রাজবাড়িতে কামানের গোলা ফাটিয়ে দুর্গা পুজোর সূচনা হত। আর সেই কামানের গগনভেদী শব্দ এসে পৌঁছাত এপার বাংলার উত্তর দিনাজপুরের মাটিতে। আওয়াজ শুনে রাধিকাপুরে শুরু হত দেবীর আরাধনা।

একদম কাঁটা তার ঘেঁষে রয়েছে গ্রামটা। একটু উঁচু জায়গায় অবস্থিত হলে লোকে বলে উদগাঁও। প্রায় ৫০০ বছর ধরে এখানে দেবী দুর্গাকে পুজো করা হয় চন্ডী রূপে। গ্রামের মাঝখানে এক সময় ছিল টিনের দালানের চন্ডীমণ্ডপ। এখন বদলে করা হয়েছে পাকা দালান। শোনা যায়, পুজোর জন্য জমি দান করেছিলেন তৎকালীন দিনাজপুরের মহারাজারা। শুধু তাই নয়, গ্রামের বহু নিঃসন্তান পিতা মাতা পুজোর জন্য জমি দিয়েছিলেন। দুর্গা পুজোর নামে ছিল প্রায় ১২ বিঘে জমি। কিন্তু দুঃখের কথা, দেশভাগে সেই জমিও ভাগ হয়ে যায়। এখন মোটে পড়ে আছে পাঁচ থেকে ছয় বিঘা জমি। বাকিটা চলে গিয়েছে বাংলাদেশের মধ্যে। সারা বছর জমির ফসল থেকে যে টাকা আসে, তা দিয়েই চলে মন্দিরের খরচ সহ মায়ের পুজো। আলাদা করে কোন চাঁদা তোলা হয় না।

রাজা, রাজ্যপাট না থাকলেও রয়ে গিয়েছে পুজো। দেশভাগের বিভাজন কিন্তু উদগ্রামের পুজোয় বিন্দুমাত্র প্রভাব ফেলেনি। প্রতিবছর নিষ্ঠা ভরে গ্রামবাসীরা মৃন্ময়ী প্রতিমার পুজো করেন। কোন খামতি নেই উন্মাদনায়। সেই কামান দাগার আওয়াজ নেই, কিন্তু রয়েছে পুরনো প্রথা। খুঁটিনাটি মেনে দশভূজার ঘট বসানো হয়। পুজোর চারটে দিন গোটা গ্রাম জুড়ে কেউ আমিষ ছোঁন না। চলে নিরামিষ ভোজন। বিভিন্ন কাজে যারা গ্রামের বাইরে থাকেন, পুজোর দিনগুলোতে ফিরে আসা চাই। বলা হয়, উদগ্রামের মা ভীষণ জাগ্রত। বিয়ে অন্নপ্রাশন থেকে শুরু করে সমস্ত শুভ কাজের আগে পুজো দেওয়া হয় মায়ের মন্দিরে। মায়ের কাছে মানত করলে বিফলে যায় না মনস্কামনা।

দেখুন, যদি দুর্গাপুজোর প্রসঙ্গ আসে তাহলে বাংলাদেশের প্রসঙ্গ আসবেই। যেখানে বাঙালি সেখানেই দুর্গাপুজো। দেশভাগের আগে সবই তো ছিল এক। উলটপালট করে দিয়েছে সামান্য কাঁটাতার। কিন্তু কমেনি নাড়ির টান। দেশভাগের যন্ত্রণা নিয়ে এপারে চলে এসেছিল বহু বনেদি পরিবার। সেই পুজো ইতিহাসের কথা বলতেই চলে আসে বাংলাদেশের কথা। এখনো পর্যন্ত আলিপুরদুয়ারের চৌধুরী বাড়ির পুজোর মাটি আসে সেই বাংলাদেশ থেকে। পরম্পরার পাশাপাশি মিশে রয়েছে আত্মিক টান। দেশভাগের যন্ত্রণা থাকলেও পুজোর আনন্দ মাটি হয় না। এখানে প্রতিমা তৈরি হয় ময়মনসিংহ জেলার চৌধুরীদের ভিটের মাটি দিয়ে। সেই প্রতিমার পুজো হয় এপার বাংলার আলিপুরদুয়ারের কাঁঠাল তলার বাড়িতে। একটু ঢুঁ দিলেই ভারতজুড়ে পাবেন এমন অজস্র উদাহরণ।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Swami Pradiptananda: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ

লোকসভা ভোটের প্রচারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

1 min ago

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

2 hours ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

4 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

4 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

5 hours ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

5 hours ago