‘‌বাংলার মানুষের সামনে ওরা ভীত’‌, স্পেশাল ট্রেন না দেওয়ায় কড়া টুইট অভিষেকের


‘‌স্টপ মি ইফ ইউ ক্যান’‌—এটাই ছিল ইডি তথা কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের জন্য মানুষের স্বার্থে নয়াদিল্লি যেতে চেয়েছিলেন তিনি। সেখানে গিয়ে মানুষের চিঠি পৌঁছে দিতে চান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই কলকাতা থেকে স্পেশাল ট্রেনের আবেদন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে পূর্ব রেল চিঠি দিয়ে জানিয়ে দিল, সেটা তারা দিতে পারছে না। তাই শনিবার নয়াদিল্লি যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। অক্টোবর মাসের ২ তারিখ থেকে নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তার জন্য আগামীকাল হাওড়া থেকে বিশেষ ট্রেনে করে সাংসদ–বিধায়ক এবং সাধারণ মানুষকে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই আবেদনে না জানিয়ে দিয়েছে পূর্ব রেল।

এদিকে এই ঘটনা নিয়ে কড়া টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার ভয় পেয়েছে বলে তিনি দাবি করেছেন। বাংলার মানুষকে ভয় পেয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এই ঘটনা নিয়ে এখন রাজ্য এবং জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যতই আটকানোর চেষ্টা হোক, মাথানত করবে না তৃণমূল। আন্দোলন জারি থাকবেই। এটাও দলের পক্ষ থেকে টুইট করা হয়েছে। এখন শেষ মুহূর্তে এমন ঘটনা ঘটায় নয়াদিল্লি যাওয়া নিয়ে সংশয় তৈরি হল।

ঠিক কী বলছে পূর্বরেল?‌ অন্যদিকে পূর্ব রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, স্পেশাল ট্রেন এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ তার জন্য যে রেক দরকার সেই রেক হাতে নেই। তাই এখনই ট্রেন দেওয়া যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আবেদন করা হয়নি। এই বিষয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‌আমাদের কাছে আবেদন আসেনি। আইআরসিটিসি গ্রুপ জেনারেল ম্যানেজারের কাছে আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস। তারা আমাদের কাছে ট্রেন চায়। রেক না থাকায় দিতে পারিনি।’‌

আরও পড়ুন:‌ ‘‌কেন একটা সম্প্রদায়ের জন্য প্রার্থনা কক্ষ?’‌ গুয়াহাটি হাইকোর্টে কড়া প্রশ্ন বিচারপতির‌

ঠিক কী লিখেছেন অভিষেক?‌ যদিও তৃণমূল কংগ্রেসের আবেদনে ট্রেন না দেওয়াকে রাজনৈতিক সংঘাত বলে মনে করছেন অনেকে। এই ঘটনাকে নিয়ে নিজের এক্স– হ্যান্ডলে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‌প্রতারণার চমকপ্রদ প্রদর্শন। আমাদের আটকাতে আরও একটি পদক্ষেপ। তবু আমরা নিজেদের প্রাপ্য আদায়ের জন্য লড়াই চালিয়ে যাব। লজ্জাজনকভাবে বিজেপি সরকার আমাদের বিশেষ ট্রেন দিল না। ডিপোজিট নেওয়ার পরও দেওয়া হল না। এই নির্লজ্জ বাধার পরও আমরা বাংলার মানুষের অধিকারের লড়াই চালিয়ে যাব। বাংলার মানুষের সামনে তাঁদের এমন কুঁকড়ে যেতে দেখে ভাল লাগছে।’‌

 



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

4 mins ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

2 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

2 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

2 hours ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

3 hours ago

Israel–Hamas war: হামাসের সাহসে ইসরায়েলের আঁতে ঘা, ফিলিস্তিনকে সাহস যোগাচ্ছে বড় বড় দেশ

  Israel–Hamas war: মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে এখন গোটা বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। আর সেখানে বারংবার কেন্দ্রবিন্দুতে চলে…

3 hours ago