Home আপডেট ‘বাঙালিরা ভণ্ড’ পোস্ট সোশ্যালে, পুলিশে অভিযোগ বিশ্বভারতীর ভিসির বিরুদ্ধে

‘বাঙালিরা ভণ্ড’ পোস্ট সোশ্যালে, পুলিশে অভিযোগ বিশ্বভারতীর ভিসির বিরুদ্ধে

‘বাঙালিরা ভণ্ড’ পোস্ট সোশ্যালে, পুলিশে অভিযোগ বিশ্বভারতীর ভিসির বিরুদ্ধে

[ad_1]

আবারও বিতর্কে বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এবার বাঙালি জাতির প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন উপাচার্য এবং তাঁর এক সহযোগী। তাঁদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। অভিযোগকারী হলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের সভাপতি। তিনি বিদ্যুৎ চক্রবর্তী এবং তাঁর সহযোগীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, উপাচার্য এবং তাঁর সহযোগী যে মন্তব্য করেছেন তার ফলে বাঙালি জাতিকে অবমাননা করা হয়েছে, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সংবিধান অনুযায়ী, এটি ষড়যন্ত্র।

কী মন্তব্য করা হয়েছে?

অধ্যাপকের অভিযোগ, উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার বিভাগের তরফ থেকে সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয়েছে। তাতে লেখা রয়েছে ‘বাঙালিরা ভণ্ড। বাঙালিরা কাঁকড়ার মতো।’ এই মন্তব্য গোচরে আসতেই থানায় অভিযোগ দায়ের করেছেন অধ্যাপক। অভিযোগে তিনি উল্লেখ করেছেন বাঙালি জাতির প্রতি অবমাননা করা হয়েছে এবং বাঙালি জাতিকে ছোট করা হয়েছে। এর পাশাপাশি বাঙালি জাতির মানহানিও করা হয়েছে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেছেন। এরকম মন্তব্যের জন্য উপাচার্য এবং তার সহযোগীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছে অধ্যাপক।

প্রসঙ্গত, এর আগে বহুবার বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিছুদিন আগে তিনি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাসনা গৃহে বাঙালি জাতি এবং দুর্গাপুজো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। আবার রাজনৈতিক মন্তব্য করেও বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। পাশাপাশি জমি নিয়ে নোবেল জয়ী অমর্ত্য সেনের সঙ্গে বিতর্কে এখন থামেনি। এনিয়ে এখনও মামলা চলছে আদালতে। তাছাড়াও, বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবিতে বারবার আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রসঙ্গত, সুদীপ্ত ভট্টাচার্যের সঙ্গে বিশ্বভারতীর উপাচার্যের দ্বন্দ্ব দীর্ঘদিনের। প্রায়ই উপাচার্যের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনে পাশে থাকতে দেখা যায় গিয়েছে ওই অধ্যাপককে। তার ফলে সুদীপ্ত ভট্টাচার্যকে বেশ কয়েকবার সাসপেন্ডও করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আর এবার সুযোগ হাতছাড়া না করে উপাচার্যের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ তুললেন অধ্যাপক।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here