Home খেলাধুলো Banana Swing: ‘ব্যানান সুইং’ কি ব্রহ্মাস্ত্র হবে পাকিস্তানের, ভারতের অধিনায়কের বাঁচানোর টিপস

Banana Swing: ‘ব্যানান সুইং’ কি ব্রহ্মাস্ত্র হবে পাকিস্তানের, ভারতের অধিনায়কের বাঁচানোর টিপস

Banana Swing: ‘ব্যানান সুইং’ কি ব্রহ্মাস্ত্র হবে পাকিস্তানের, ভারতের অধিনায়কের বাঁচানোর টিপস

[ad_1]

ক্যান্ডি: ব্যানানা সুইং-তেই কি কাত হবেন রোহিত শর্মা? এখন সকলেই জানেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের কোনটা দুর্বল পয়েন্ট৷  প্রায় এক বছর পর আজ ক্যান্ডিতে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে ক্রিকেটের সবচেয়ে বড় দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। আজ বিকেলে শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার জন্য সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এশিয়া কাপ ২০২৩-র গ্রুপ পর্বের এই ম্যাচটিকে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে আয়োজিত হতে চলা ক্রিকেট বিশ্বকাপের মহড়া – এমনটাই মানছে ওয়াকিবহাল মহল৷

আজকের ম্যাচে সবার চোখ থাকবে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমান গিলের দিকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের পেস ব্যাটারি তিন তারকার সামনেই কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে। বিশেষ করে ভারত অধিনায়কের জন্য সবচেয়ে বড় ‘খতরা’ হতে চলেছে পাকিস্তানের সুইং বোলাররা৷

আরও পড়ুন –  Aditya L1 : হাতে নামমাত্র সময়, ফের একবার ভারতীয় হিসেবে গর্বিত হওয়ার সময়, কখন, কোথায় দেখবেন সৌর মিশন

এশিয়া কাপ ২০২৩-এর এই ম্যাচটিকে ভারত বনাম পাকিস্তানের পাশাপাশি ভারতীয় ব্যাটিং বনাম পাকিস্তানি ফাস্ট বোলারদের মধ্যে লড়াই হিসাবেও বিবেচনা করা হচ্ছে। পাকিস্তানের পেস ব্যাটারিতে থাকবেন হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। এর মধ্যে শাহিন শাহ আফ্রিদির দ্রুত গতির সুইং বোলিং অধিনায়ক রোহিত শর্মার সমস্যা বাড়িয়ে দিতে পারে।

বেশ কিছুদিন ধরেই হিটম্যান রোহিত শর্মাকে ‘ব্যানানা সুইং’ এবং ‘ইন-সুইং’ বোলিংয়ের বিরুদ্ধে একেবারে অস্বচ্ছন্দ্য দেখা গেছে। প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান এবং ধারাভাষ্যকার ম্যাথিউ হেডেন ভারত অধিনায়ককে বাঁচার টিপসও দিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে রোহিত শর্মাকে তাঁর ইনিংসের প্রথম তিন ওভার সাবধানে খেলতে হবে।

২০২১-র সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে, রোহিত শর্মা শাহিন শাহ আফ্রিদির হাতে উইকেট দিয়ে এসেছিলেন৷

‘প্রথম ৩ ওভার সাবধানে খেলতে হবে রোহিতকে’
ম্যাথু হেডেন স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘শাহিন আফ্রিদির বিপক্ষে রোহিত শর্মাকে সাবধানে খেলতে হবে। আফ্রিদি ২০২১ সালে শুধুমাত্র সুইং বোলিংয়ের চালেই রোহিতকে আউট করেছিলেন।’’ তিনি আরও বলেন, ‘‘এমন পরিস্থিতিতে আবহাওয়া যদি আর্দ্র থাকে এবং বল সুইং হয়, তাহলে প্রথম তিন ওভার সাবধানে খেলতে হবে।  বাঁহাতি ফাস্ট বোলার রোহিত শর্মাকে নিজের টার্গেট করার জন্য তিনি শুধুমাত্র ইন-সুইং বোলিং করেন।’’

বাঁহাতি ফাস্ট বোলারের ডেলিভারির সঙ্গে বলের লাইন থেকে প্যাড সরিয়ে ব্যাটের সঙ্গে সরাসরি সংযোগ করার  পথ এখনও রোহিত শর্মা খুঁজছেন৷  এদিকে পাক তারকরা বোলার  শাহিন শাহ আফ্রিদি ‘ব্যানানা সুইং’ বোলিংয়ের একজন তুখোড় ব্যবহারকারী।

Tags: Asia Cup, Asia Cup 2023

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here