Home ভুঁড়িভোজ বাড়িতেই বানান দোকানের মতো রুমালি রুটি, how to make rumali roti

বাড়িতেই বানান দোকানের মতো রুমালি রুটি, how to make rumali roti

বাড়িতেই বানান দোকানের মতো রুমালি রুটি, how to make rumali roti

[ad_1]

রুমালি রুটি নিয়ে বিস্ময়ের শেষ নেই৷ কীভাবে বানায় অমন পাতলা, নরম রুমালের মতো বড় বড় রুটি? কঠিন কিছু নয়৷ শিখে নিন কীভাবে বাড়িতেই বানাতে পারেন রুমালি রুটি৷কী কী লাগবেময়দা-২ কাপতেল-২ চা চামচহালকা গরম দুধ-৩/৪ কাপনুন-১ চা চামচজল-১ কাপকীভাবে বানাবেনএকটা বড় বাটিতে ২ কাপ ময়দা নিন৷ এক চিমটি নুন ও ১ চা চামচ তেল দিন৷ অল্প অল্প করে গরম দুধ দিয়ে ময়দা মেখে নিন৷ পাতলা কাপড় দিয়ে ঢেকে ১৫ মিনিট রেখে দিন৷ ছোট ছোট লেচি কেটে নিন৷ লেচি হাতের তালুর চাপে চ্যাপ্টা করে নিন৷ গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নিন৷ হাতের চাপে গোল গোল করে বেলা রুটি ঘুরিয়ে পাতলা, বড় করে নিন৷ ১ কাপ জলে ১ চা চামচ নুন দিয়ে নুন-জল তৈরি করে নিন৷ কড়াই বা তাওয়া ২ মিনিট ধরে গরম করে নিন৷ এবার কড়াই উল্টে আরও ১ মিনিট গরম করুন৷ উল্টনো কড়াইতে নুন-জল ছিটিয়ে দিন৷ এবার রুমালি রুটি বিছিয়ে দিন৷ ৩০ সেকেন্ড পর উল্টে দিয়ে অন্যপিঠও ভাল ভাবে সেঁকে নিন৷

Tags: Recipes, Roti Recipes, Veg Recipes

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here