Home খেলাধুলো বাবর-শাকিলের লড়াকু ব্যাটিং, আফগানিস্তানকে ২৮৩ রানের টার্গেট দিল পাকিস্তান ODI World Cup 2023 Pakistan vs Afghanistan Live Updates Pakistan set 283 runs Target For Afghanistan in ICC World Cup 2023 sup

বাবর-শাকিলের লড়াকু ব্যাটিং, আফগানিস্তানকে ২৮৩ রানের টার্গেট দিল পাকিস্তান ODI World Cup 2023 Pakistan vs Afghanistan Live Updates Pakistan set 283 runs Target For Afghanistan in ICC World Cup 2023 sup

বাবর-শাকিলের লড়াকু ব্যাটিং, আফগানিস্তানকে ২৮৩ রানের টার্গেট দিল পাকিস্তান ODI World Cup 2023 Pakistan vs Afghanistan Live Updates Pakistan set 283 runs Target For Afghanistan in ICC World Cup 2023 sup

[ad_1]

হারের ধাক্কা সামলে জয়ের খোঁজে দুই দল। বিশ্বকাপে সোমবার দুই প্রতিবেশি দেশ পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচের প্রথমার্ধে হল টানটান লড়াই। ম্যাচে কখনও ভাল ব্যাটিং করল বাবর আজম, আবদুল্লা শফিকরা। কখনও আবার বোলিং আক্রমণের ধার দেখালেন নুর আহমেদ, নবীন উল হক, রাশিদ খানরা। ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তানকে ২৮৩ রানের টার্গেট দিল পাকিস্তান।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দলগত প্রয়াসেই ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন বাবরব আজম। এছাড়া ৫৮ রান করেন আবদুল্লাহ শফিক। শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করে ৪০ রান শাদাব খান ও ইফতিকর আহমেদ। মাঝে সউদ শাকিল করেন ২৫ রান।

মাঝের দিকে নিয়মিত ব্যবধানে উইকেট না পড়লে আরও বড় স্কোর করতে পারত পাকিস্তান। আফগানিস্কানের হয়ে এদিন ভাল বোলিং করেন নুর আহমেদ ও নবীন উল হক। ৩টি উইকেট শিকার করেন নুর ও ২টি উইকেট নেন নবীন। এছাড়া ১ টি করে উইকেট নেন মহম্মদ নবি ও আজমাতুল্লাহ ওমারজাই। রাশিদ খান আঁটোসাঁটো বোলিং করলেও উইকেট পাননি।

আরও পড়ুনঃ Rohit Sharma Breaks Sourav Ganguly Record: এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা, বিশ্বকাপে অব্যাহত ‘হিটম্যান শো’

প্রসঙ্গত, বিশ্বকাপে পরপর দুটি ম্যাচ হেরে যথেষ্ট কোণঠাসা বাবর আজমের দল। আফাগানিস্তানের বিরুদ্ধে হারের হ্যাটট্রিকের ভ্রুকুটি রয়েছে পাকিস্তানের। অপরদিকে, ইংল্যান্ডকে হারিয়ে চমক দিলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে আফগানদেরষ ফলে সেমি ফাইনালে যাওয়ার রাস্তা সুগম রাখতে হলে এই ম্যাচ থেকে জয় পেতে মরিয়া দুই দল।

Tags: Afghanistan, ICC World Cup 2023, Live, ODI World Cup 2023, Pakistan

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here