Home আপডেট Durga Puja 2023: দমকা হাওয়ায় নবমীর দুপুরে রাস্তার ওপর ভেঙে পড়ল আলোর গেট

Durga Puja 2023: দমকা হাওয়ায় নবমীর দুপুরে রাস্তার ওপর ভেঙে পড়ল আলোর গেট

Durga Puja 2023: দমকা হাওয়ায় নবমীর দুপুরে রাস্তার ওপর ভেঙে পড়ল আলোর গেট

[ad_1]

ঘূর্ণিঝড়ের প্রভাবে নবমীর দুপুর থেকেই পুজোর আনন্দ মাটি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তারই মধ্যে হাওয়ার দাপটে ভেঙে পড়ল আস্ত আলোর গেট। ঘটনা হাওড়ার আন্দুলের দুইল্যার। সোমবার দুপুরে স্থানীয় মেঘদূত সংঘের পুজোর গেট আন্দুল রোডের ওপর ভেঙে পড়ে।

দুর্গাপুজো উপলক্ষ্যে আন্দুল রোডের ওপর বাঁশ দিয়ে বিশাল আলোর গেট তৈরি করেছিল মেঘদূত সংঘ। সোমবার দুপুর ১টা নাগাদ দমকা হাওয়ায় সেই গেট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বরাতজোরে ঘটনায় কেউ হতাহত হননি। রাস্তার ওপর গেট ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে বৃষ্টির মধ্যেই ভাঙা বাঁশ সরিয়ে রাস্তা পরিষ্কার করতে নামেন পুজো উদ্যোক্তারা। প্রায় ৩০ মিনিট পর রাস্তা পরিষ্কার হয়। শুরু হয় যানচলাচল।

পুজোর এক উদ্যোক্তা জানিয়েছেন, সম্ভবত দমকা হাওয়ায় গেটটি ভেঙে পড়েছে। প্রায় ১ লক্ষ টাকা খরচ করে গেটটি তৈরি করা হয়েছিল। কী ভাবে এই ঘটনা ঘটল বুঝতে পারছি না। তবে কেউ হতাহত হয়নি এই বাঁচোয়া।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here