Home আপডেট ‘‌বিকাশরঞ্জন ভট্টাচার্যই যেন দেশের একমাত্র সৎ ব্যক্তি’‌, কলকাতা হাইকোর্টে কল্যাণের আক্রমণ

‘‌বিকাশরঞ্জন ভট্টাচার্যই যেন দেশের একমাত্র সৎ ব্যক্তি’‌, কলকাতা হাইকোর্টে কল্যাণের আক্রমণ

‘‌বিকাশরঞ্জন ভট্টাচার্যই যেন দেশের একমাত্র সৎ ব্যক্তি’‌, কলকাতা হাইকোর্টে কল্যাণের আক্রমণ

[ad_1]

সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। আর বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে চলছে সওয়াল–জবাব। আজ, সোমবার সেখানেই এই মামলার শুনানিতে চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে তুমুল আক্রমণ করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একের পর এক ক্ষোভ উগড়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দাপটের সঙ্গে সওয়াল করতেই পিন পড়ার নীরবতা তৈরি হয়। জবাব দেন বিকাশরঞ্জনও। টানটান সওয়ালে চরমে ওঠে শুনানি।

এদিন নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শুরু হতে বজ্রাঘাতের মতো আছড়ে পড়েন বিশিষ্ট আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শুরুর দিনেই চাকরিপ্রার্থীদের বক্তব্য সংক্রান্ত কপি রাজ্যকে দেননি চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। একইসঙ্গে এদিন এজলাসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে বলেন, ‘‌বিকাশরঞ্জন ভট্টাচার্যই যেন দেশের একমাত্র সৎ ব্যক্তি। আর কেউ নেই!’‌ তাতে বেশ চটে যান বিকাশবাবু।

এদিকে আগে নিয়োগ মামলার শুনানি হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেই প্রসঙ্গ উঠে আসে আজকের শুনানিতে। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুমুল সরব হয়ে বলেন, ‘‌সিঙ্গল বেঞ্চে কী হয়েছে সবাই জানে। সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য আর সিবিআই মিলে বিচারপর্ব চালিয়েছে। সেখানে রাজ্যের বা স্কুল সার্ভিস কমিশনের কোনও কথাই শোনা হয়নি। এমনকী বলতেও দেওয়া হয়নি। খালি ওই সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ছাড়া আর কারও কথায় শোনেননি বিচারপতি।’‌

আরও পড়ুন:‌ ‘‌লোকসভা নির্বাচনের আগে অনলাইনে সিএএ কার্যকর হবে’‌, দাবি করলেন শান্তনু

অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে তখন থরহরিকম্প কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতি থামাতে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ জানতে চায়, ‘‌যাঁরা বেআইনিভাবে চাকরি দেওয়ার কাজে যুক্ত ছিলেন তাঁরা একে একে জেলে গিয়েছেন। কিন্তু যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাঁদের কি চাকরি গিয়েছে?’‌ তখন চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‌সিঙ্গল বেঞ্চ তাঁদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট আপাতত সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়ে রেখেছে। এখন স্কুল সার্ভিস কমিশনের সচিব আবার হলফনামা দিয়ে জানাচ্ছে তাঁরা আরও ১৮৩ জনকে নবম–দশমে ভুল করে সুপারিশপত্র দিয়েছিল।’‌ আগামীকাল মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি হবে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here