Home খেলাধুলো ব্যাটে-বলে দাপট, ৩ দিনেই টেস্ট জয় ভারতের, অভিষেকে ম্যাচের সেরা যশস্বী, অশ্বিনের ঝুলিতে ১২ উইকেট India vs West Indies 2023 Team India Beat West Indies in First test by an Innings and 141 Runs Yashasvi Jaiswal man of the match sup

ব্যাটে-বলে দাপট, ৩ দিনেই টেস্ট জয় ভারতের, অভিষেকে ম্যাচের সেরা যশস্বী, অশ্বিনের ঝুলিতে ১২ উইকেট India vs West Indies 2023 Team India Beat West Indies in First test by an Innings and 141 Runs Yashasvi Jaiswal man of the match sup

ব্যাটে-বলে দাপট, ৩ দিনেই টেস্ট জয় ভারতের, অভিষেকে ম্যাচের সেরা যশস্বী, অশ্বিনের ঝুলিতে ১২ উইকেট India vs West Indies 2023 Team India Beat West Indies in First test by an Innings and 141 Runs Yashasvi Jaiswal man of the match sup

[ad_1]

ডোমিনিকা: ম্যাচের প্রথম দিনই বোঝা গিয়েছিল ডোমিনিকায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট যে পাঁচ দিন গড়াবে না। আদতে হলও তাই। ৩ দিনেই শেষ ম্যাচ। একতরফা ম্যাচে ক্যারিবিনিয়ানদের দুরমুশ করে ইনিংস ও ১৪১ রানে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে দাপট দেখাল ভারতীয় দল। প্রথম ইনিংসে ১৫০ করলেও দ্বিতীয় ইনিংসে ১৩০-এই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ডেবিউ টেস্টে ১৭১ রানের স্মরণীয় ইনিংস খেলায় ম্যাচের সেরা নির্বাচিত করা হয় যশস্বী জয়সওয়ালকে।

দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৩১২ রানে ২ উইকেট। ক্রিজে ছিলেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি। তৃতীয় দিনের শুরুতেই অভিষেক টেস্টে ১৫০ রান পূরণ করেন যশস্বী জয়সওয়াল। বিরাট কোহলি করেন অর্ধশতরান। যশস্বী ১৭১ রান করে সাজঘরে ফেরেন। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি মিস করার হতাশাও দেখা যায় তাঁর মধ্যে। কোহলি আউট হন ৭৬ রান করে। রান পাননি অজিঙ্কে রাহানে। ৩ রান করে আউট হন। শেষ পর্যন্ত ৫ উইকেটে ৪২১ রানে ইনিংস ডিক্লেয়ার করেন রোহিত শর্মা। ৩৭ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা ও ১ রান ক্রিজে ছিলেন ইশান কিশান। চাইলেই আরও বড় লিড করতে পারত ভারতীয় দল। কিন্তু রোহিত শর্মা তিন দিনের মধ্যেই খেলা শেষ করতে চাইছিলেন।

WHAT. A. WIN! 🙌 🙌

A cracking performance from #TeamIndia to win the first #WIvIND Test in Dominica 👏 👏

Scorecard ▶️ pic.twitter.com/lqXi8UyKf1

— BCCI (@BCCI) July 14, 2023

Tags: Ind vs WI, India vs West indies, Team India, Yashasvi Jaiswal



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here