Home ব্লগবাজি ভগ্ন সময় ~ সুচেতনা সেন

ভগ্ন সময় ~ সুচেতনা সেন

ভগ্ন সময়   ~    সুচেতনা সেন
ভগ্ন সময়
**********

আমি ভগ্ন সময়ের কবি
আমার সব রাস্তাই ভাঙাচোরা অসম্পূর্ণ
আমি তার ছেঁড়া একতারার সুর
এখন  ঘন দুপুর - পরিযায়ীর পায়ের নীচে
নদীজল ক্ষয়ে যায় ধীরে ;
একলা বিচ্ছেদের রঙ শুকায়
আঁকার খাতায় -নদীর কাদায়- ঝিনুকের ঘরে ;
আগুন রঙা  দু একটা আকাশ যেন কৃষ্ণচূড়ায়
ছেঁড়া মেঘ উড়ো উড়ো বৃষ্টি হয়ে উড়ে যায় ;
তোর গলার স্বর যেন সহস্র যোজন দূর
ন্যাড়া গাছ সব দাঁড়িয়ে আছে মুখ চাপা হাসি ;
শুধু তোর চোখ মনে পড়ায়
সাদা হিমালয় চূড়া নিয়ে আসে অঞ্জলি ভরে আকুতি ;
তোর সাথে দেখা হলে সময় থমকে দাঁড়ায় -
ভাঙা ভাঙা দু একটা ঘটনার কোন
তুই পিছন ফিরে দাঁড়িয়ে গ্লাসে সরবত গুলছিস
আমি চেয়ারে বসে আনমনা অপেক্ষায়
সেই আলো সেই স্বাদ সেই সময়
যেন এক যুগ চেনা অচেনায় ;
তোর হাতের ছোঁয়ায় তৈরী হয়
আমার জীবনের এক অনন্য বেদ ;
তবু
চলে যায় সে সময়
বুঝেছি সে হয়ে যায় শেষ তারপর ।

               সুচেতনা সেন:13/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here