Home আপডেট ‘‌ভরপেট খেয়ে ইফতার পার্টিতে গিয়ে ঢেঁকুর তোলেন’‌, মমতাকে পুজো নিয়ে কটাক্ষ দিলীপের

‘‌ভরপেট খেয়ে ইফতার পার্টিতে গিয়ে ঢেঁকুর তোলেন’‌, মমতাকে পুজো নিয়ে কটাক্ষ দিলীপের

‘‌ভরপেট খেয়ে ইফতার পার্টিতে গিয়ে ঢেঁকুর তোলেন’‌, মমতাকে পুজো নিয়ে কটাক্ষ দিলীপের

[ad_1]

এই বছর পায়ে চোট থাকায় ভার্চুয়াল মাধ্যমে দুর্গাপুজো উদ্বোধন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগবাজার সার্বজনীন থেকে শুরু করে মহম্মদ আলি পার্ক হয়ে সুরুচি সংঘের দুর্গাপুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্তোষ মিত্র স্কোয়ারে ‘‌রাম মন্দির’‌ থিম নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। আর আজ, বুধবার এই নিয়ে মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা নিশানা করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে আক্রমণের পাশাপাশি তৃণমূল নেতাদেরও নিশানা করেছেন রাজ্য বিজেপির এই শীর্ষ নেতা। তবে তাঁর এই আক্রমণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

এদিকে আজ, বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তাঁকে নানা প্রশ্ন করা হয়। আর তার জবাব দিতে গিয়েই বিস্ফোরক এবং বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। ওরা পুজোর কিছুই জানে না মন্তব্যের প্রেক্ষিতে তাঁর কটাক্ষ, ‘‌যিনি চণ্ডীপাঠ ঠিক করে জানেন না, ব্রাহ্মণের মেয়ে হয়ে। যিনি পিতৃপক্ষে দুর্গাপুজো উদ্বোধন করেন, তাঁর থেকে লোকে শিখবে দুর্গাপুজো নিয়ে? উনি কিছুই জানেন না। ভরপেট খেয়ে ইফতার পার্টিতে গিয়ে ঢেঁকুর তোলেন। গায়ের জোরে টাকা দিয়ে পুজো কেনেন। তাঁর মুখ থেকে লোকে ধর্মের কথা শুনবে না। জীবনে কোনওদিন উনি ধর্মীয় কাজ করেননি।’‌

অন্যদিকে বিজেপি পুজোর কিছুই জানে না বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে অমিত শাহ এসে দুর্গাপুজোর উদ্বোধন করেছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ছিল, ‘‌যাঁরা একসময় বলত বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই দুর্গাপুজোর উদ্বোধনে আসছেন।’‌ এবার দিলীপ ঘোষের কথায়, ‘‌সমস্ত অধার্মিক দুরাচারি, ভ্রষ্টাচারি লোক নিয়ে থেকেছেন। প্রত্যেকদিন কোনও না কোনও সাংসদ বিধায়কের বিরুদ্ধে কমপ্লেন আসছে। যারা নৈতিকতা জানে না, যার মন্ত্রীরা লাইন দিয়ে জেলে যায়, এই সব লোকের সঙ্গে উনি থাকেন কেন? ছোটলোক বলা হয়েছে, বিপ দিয়ে মুখ ঢাকতে হবে। তাঁর কাছে ধর্মের কথা শুনব এতো দুর্দশা আমাদের হয়নি।’‌

আরও পড়ুন:‌ মহিলা পকেটমার নিয়ে চিন্তায় কলকাতা পুলিশ, এখনও পর্যন্ত ১২ জন গ্রেফতার

আর কী বলেছেন দিলীপ?‌ এছাড়া এবার রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। প্রশ্ন উঠছে, বিজেপি কাউন্সিলরের (সজল ঘোষ) পুজো বলেই কি এতো কটাক্ষ? জবাবে দিলীপ ঘোষের আক্রমণ, ‘‌ওই পুজো আজ নয়, প্রদীপ ঘোষের সময় থেকেই পপুলার। মানুষ এমনিতেই ওখানে যায়। বহু নেতারাও আসেন। স্বয়ং প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন একবার। এটা সর্বজনীন দুর্গাপুজো। বিজেপি শক্তিশালী হয়েছে। আমাদের লোকেরাও দুর্গাপুজোয় ঢুকেছে। আমরাও চাই, আরও নেতা পুজোয় ঢুকুন। তাতে কারও পেটব্যথা হচ্ছে কেন? উনি কি সব কিছু টাকা দিয়ে গায়ের জোরে কিনে নিতে চাইছেন?’‌ পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ শান্তনু সেন বলেন, ‘‌দিলীপ ঘোষ নিজেই এখন বিজেপিতে কোণঠাসা। তিনি মনকষ্টে রয়েছেন। তাই নম্বর বাড়াতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here