Home খেলাধুলো ‘ভারতকে গুঁড়িয়ে দিতে পারে পাকিস্তান’, ম্যাচের আগেই শোয়েব আখতারের হুঙ্কার India vs Pakistan Asia Cup 2023 Shoaib Akhtar create Controversy said pakistan likely to hammer India sup

‘ভারতকে গুঁড়িয়ে দিতে পারে পাকিস্তান’, ম্যাচের আগেই শোয়েব আখতারের হুঙ্কার India vs Pakistan Asia Cup 2023 Shoaib Akhtar create Controversy said pakistan likely to hammer India sup

‘ভারতকে গুঁড়িয়ে দিতে পারে পাকিস্তান’, ম্যাচের আগেই শোয়েব আখতারের হুঙ্কার India vs Pakistan Asia Cup 2023 Shoaib Akhtar create Controversy said pakistan likely to hammer India sup

[ad_1]

ক্যান্ডি: নিজের ক্রিকেট কেরিয়ার হোক আর অবসর জীবন, বরাবর বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে থেকেছেন পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ থাকলে বরাবর কোনও না কোনও মন্তব্য করে থাকেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এবারও তার ব্যতিক্রম হল না। উল্টে আরও এক ধাপ এগিয়ে শোয়েব হুঙ্কার দিয়ে বসলেন,’ভারতকে গুঁড়িয়ে দিতে পারে পাকিস্তান, ছাতু করে দেবে পাকিস্তান।’

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বর্তমানে এক নম্বর দল পাকিস্তান। এশিয়া কাপের প্রথম ম্যাচে ব্যাটে-বলে নেপালকে দুরমুশ করেছে বাবর আজমরা। ভারতের বিরুদ্ধে নামার আগে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, “বাবররা এখন এক নম্বর দল, ভারত সেখানে তিনে। পাকিস্তান দল অত্যন্ত শক্তিশালী। বড় ম্যাচের চাপ নেওয়ার অভিজ্ঞতা হয়ে গিয়েছে এই দলটার। তাই এবার নিজেরা না চাপে পড়ে প্রতিপক্ষকে চাপ দিতে সক্ষম।”

এরপরই নিজের আস্ফালন দেখান শোয়েব আখতার। কার্যত বোমা ফাটান ভারত-পাকিস্তান ম্যাচের আগে। প্রাক্তন পাক তারকা বলেন,”পাকিস্তান এখন নিজেদের ব্যাটিংটা গুছিয়ে নিয়েছে। এই ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর পাকিস্তান যদি টসে জিতে ব্যাটিং নেয় তাহলে ভারতকে পুরো গুঁড়িয়ে দেবে, ছাতু করে দেবে।” এছাড়া পাকিস্তান দলের বোলিং অ্যাটাকও গোলা-বারুদে ঠাসা বলে জানিয়েছেন শোয়েব আখতার।

আরও পড়ুনঃ India vs Pakistan Asia Cup 2023: শনিবার ভারত-পাকিস্তান মহাম্যাচ, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে থাকতে পারে চমক

প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগের দিনই পাকিস্তান তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। এই ঘটনা ভারতের বিরুদ্ধে মাইন্ড গেম হিসেবেই দেখছেন ক্রিকেট প্রেমিরা। এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচের জন্য ঘোষিত পাকিস্তানের প্রথম একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সলমন, ইফতিকার আহমেদ, শাদব খান, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।

Tags: Asia Cup 2023, Controversy, India Vs pakistan, Shoaib Akhtar

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here