Home আপডেট Aditya L1: চাঁদের পর ভারতের নাগালে সূর্য, উৎক্ষেপণে সফল আদিত্য এল ওয়ান

Aditya L1: চাঁদের পর ভারতের নাগালে সূর্য, উৎক্ষেপণে সফল আদিত্য এল ওয়ান

Aditya L1: চাঁদের পর ভারতের নাগালে সূর্য, উৎক্ষেপণে সফল আদিত্য এল ওয়ান

[ad_1]

Aditya L1: চাঁদের পর এবার সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল ভারত। সূর্যের রহস্য জন্যে ছুটে চলেছে আদিত্য এল ওয়ান। আবারও ইতিহাস তৈরি করবে ভারত। যেখানে বড় অবদান ইসরোর। কিছুদিন আগেই চন্দ্রযান ৩-এর রোভার ‘প্রজ্ঞান’ পৌঁছে গিয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে। তথ্য পাঠাচ্ছে ইসরোর বিজ্ঞানীদের। এবার সূর্যের উদ্দেশে পাড়ি দিল দেশীয় প্রযুক্তিতে তৈরি সৌরযান আদিত্য এল ওয়ান। শনিবার দুপুর ১১টা ৫০ নাগাদ অন্ধ্রের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে সূর্য থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূর থেকে নক্ষত্রের খুঁটিনাটি নজর রাখবে আদিত্য এল ওয়ান।সূর্যের আলোক বিচ্ছুরণের ধরন পর্যবেক্ষণ এবং সূর্যের আশেপাশের আবহাওয়া পরীক্ষা করবে এবং সঙ্গে সঙ্গে তথ্য পাঠাবে ইসরোকে। সূর্যের ফলে পৃথিবীর আবহাওয়ার উপর ঠিক কী প্রভাব পড়ে তা খতিয়ে দেখবে এই সৌরযান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here