Home খেলাধুলো ভারতীয় দলের বিমানে যান্ত্রিক ত্রুটি, ধরমশালা থেকে লখনউ যাওয়ায় বিপত্তি, শেষমেশ কী হল ODI World Cup 2023 India vs England Indian Team flight delayed due to technical problem ahead of IND vs ENG match in ICC World Cup 2023 sup

ভারতীয় দলের বিমানে যান্ত্রিক ত্রুটি, ধরমশালা থেকে লখনউ যাওয়ায় বিপত্তি, শেষমেশ কী হল ODI World Cup 2023 India vs England Indian Team flight delayed due to technical problem ahead of IND vs ENG match in ICC World Cup 2023 sup

ভারতীয় দলের বিমানে যান্ত্রিক ত্রুটি, ধরমশালা থেকে লখনউ যাওয়ায় বিপত্তি, শেষমেশ কী হল ODI World Cup 2023 India vs England Indian Team flight delayed due to technical problem ahead of IND vs ENG match in ICC World Cup 2023 sup

[ad_1]

বিশ্বকাপে ইংল্যান্ড ম্যাচের আগে বিমান বিভ্রাটের কবলে ভারতীয় দল। যার ফলে কিছুটা হলেও চিন্তায় পড়ে গিয়েছিলেন ক্রিকেটাররাও। টিম ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটির খবর সামনে আসতেই উদ্বেগ বাড় ফ্যানেদের মধ্যেও। যদিও শেষমেশ তেমন কোনও বড় সমস্যা হয়নি। নির্দিষ্ট সময়ের অনেকটা দেরি করেই ধরমশালা থেকে লখনউ পৌছায় ভারতীয় দল।

নিউজিল্যান্ড ম্যাচের পর ছুটি কাটাতে ধরমশালাতেই থেকে গিয়েছিল ভারতীয় দল। সকলকেই নিজেদের মতন করে কোয়ালিটি টাইম কাটাতে দেখা যায়। বুধবার ছিল ছুটি কাটিয়ে ফের দলের সঙ্গে যোগ দেওয়ার দিন। বুধলারই ধরমশালা থেকে পরবর্তী ম্যাচের ভেন্যু লখনউতে যাওয়ার কথা ছিল। কিন্তু বিপত্তি বাঁধে বিমান বন্দরে পৌছে।

বিমান বন্দরে গিয়ে বিমানের যান্ত্রিক ত্রুটির খবর জানতে পারেন ভারতীয় ক্রিকেটাররা। সেই সমস্যা মিটিয়ে বামান ছাড়তে অনেকটাই দেরি হয়ে যায় ভারতীয় দলের। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী দুপুর ৩টের সময় লখনউতে পৌছনোর কথা ছিল ভারতীয় দলের। কিন্তু সেখানে বিরাট কোহলি, রোহিত শর্মাদের লখনউ পৌছাতে রাত ৮টা বেজে যায়।

আরও পড়ুনঃ ICC World Cup 2023 India vs England: ইংল্যান্ড ম্যাচের আগে ভারতের জন্য খারাপ খবর! বিশ্বকাপে কি আর খেলতে পারবেন হার্দিক? এল বড় আপডেট

প্রসঙ্গত, বিশ্বকাপে দুরন্ত শুরু করেছে ভারত। প্রথম পাঁচটি ম্যাচে একশো শতাংশ উইনিং রেকর্ড টিম ইন্ডিয়ার। আগামি রবিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ছয়ে ছয় করতে পারলেই সেমি ফাইনালের টিকিট নিশ্চিৎ হয়ে যাব ভারতীয় দলের। অপরদিকে, ঘুড়ে দাঁড়ানোর লড়াই ইংল্যান্ডের।

Tags: Flight, ICC World Cup 2023, Ind vs Eng, India vs england, Indian Team, ODI World Cup 2023

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here