Home খেলাধুলো ভারতের টি-টোয়েন্টি খেলার মানে খুঁজে পাচ্ছেন না প্রাক্তনরা

ভারতের টি-টোয়েন্টি খেলার মানে খুঁজে পাচ্ছেন না প্রাক্তনরা

ভারতের টি-টোয়েন্টি খেলার মানে খুঁজে পাচ্ছেন না প্রাক্তনরা

[ad_1]

প্রভিডেন্স: আর মাস দেড়েক পর ভারতের মাটিতে শুরু হবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। কোথায় বেশি করে একদিনের ক্রিকেট খেলবে ভারত, তা নয় – এখন তারা ব্যস্ত টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে। এর মানে খুঁজে পাচ্ছেন না প্রাক্তন ক্রিকেটাররা। আকাশ চোপড়া থেকে শুরু করে সঞ্জয় মঞ্জরেকর প্রত্যেকের প্রশ্ন একটাই। একদিনের বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে কেন টি-টোয়েন্টি খেলতে হবে? এর ফলে ভারতীয় ক্রিকেটারদের লাভের থেকে ক্ষতি বেশি হবে বলছেন তারা।

প্রথম টি-২০ ম্যাচে দেড়শো রানের লক্ষ্যে পৌঁছতে পারেনি ভারত। স্বাভাবিকভাবেই উঠছে বেশ কিছু অপ্রিয় প্রশ্ন। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচেও যদি ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটে, তাহলে সমালোচনার ঝড় বাড়তি গতি পাবে। প্রশ্নের মুখে পড়বেন কোচ রাহুল দ্রাবিড়। পাঁচ ম্যাচের এই সিরিজ শুরু হয়েছিল ত্রিনিদাদে।

📸 Dr K. J. Srinivasa – High Commissioner of India – hosted #TeamIndia at the Indian High Commission in Guyana ahead of the second T20I. #WIvIND pic.twitter.com/iDFrrNJg4w

— BCCI (@BCCI) August 5, 2023

Tags: BCCI, Ind vs WI, ODI world cup 2023



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here