ভারতের বিরুদ্ধে লজ্জার হার! তারপর এ কী বললেন টেম্বা বাভুমা, তুমুল শোরগোল World Cup 2023 South Africa Captain Temba Bavuma Make some Interesting Comments after Big Loss against Indian Team in ICC World Cup 2023 sup tc


রবিবার কলকাতার ইডেন গার্ডেনসে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে দু’টি দলই। সেই সঙ্গে এই দুই দলে রয়েছে সেরা বোলিং লাইন-আপ। শুধু তা-ই নয়, সেরার সেরা আক্রমণাত্মক ব্যাটারও রয়েছেন উভয় দলে। ফলে মনে করা হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কিন্তু আদতে তা হয়নি। অন্যান্য দলের মতই প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে ২৪৩ রানের বড় ব্যবধানে একতরফা জয় পায় টিম ইন্ডিয়া। কিন্তু ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার মন্তব্য নিয়ে তৈরি হয়েছে শোরগোল।

ম্যাচে প্রথমে ব্যাট করে ৩২৬ রান করে ভারতীয় দল। দলের হয়ে সর্বোচ্চ ১০১ রানের স্মরণীয় ইনিংস খেলেন বিরাট কোহলি। ৩৫ তম জন্মদিনে ৪৯ তম ওডিআই শতরান করে সচিন তেন্ডুলকরের সঙ্গে একই আসনে বিরাজমান হন কোহলি। এছাড়া শ্রেয়স আইয়ার করেন ৭৭ রান ও রোহিত শর্মা করেন ৪০ রান। রান তাড়া করতে নেমে ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে মাত্র ৮৩ রানেই শেষ হয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস। রবীন্দ্র জাদেজা ৫টি, মহম্মদ শামি ও কুলদীপ যাদব ২টি করে ও মহম্মদ সিরাজ একটি উইকেট নেন।

সেমিফাইনালের প্রায় দোরগোড়ায় পৌঁছে এত বড় ব্যবধানে হার দক্ষিণ আফ্রিকার জন্য বেশ হতাশার। কিন্তু তা সত্ত্বেও ভেঙে পড়ছেন না দলের অধিনায়ক টেম্বা বাভুমা। বরাবরই তাঁর রসবোধ নিয়ে চর্চা হয়। ম্যাচের পর বাভুমাকে জিজ্ঞাসা করা হয় যে, “ম্যাচে প্রথম ১০ ওভারই কি আপনাদের হতাশার কারণ?” প্রশ্নের জবাবে রসিকতা করে বাভুমা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “ব্যাট নিয়ে না কি বল নিয়ে?” উপস্থাপক বলেন, “বল নিয়ে?”

এরপর বাভুমা বলেন, “বল করার সময় প্রথম ১০ ওভার ছিল একটা চ্যালেঞ্জ। প্রথম ১০ ওভারেই ভারতীয় দল ৯০ রান তুলে দেয়। এরপর থেকে আমরা ভালই বল করেছি। কারণ রান রেট কমিয়ে আনতে পেরেছিলাম। তবে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল উইকেট ফেলা। আর ভারত সেটাই দেয়নি। আসলে খেলাটা দাঁড় করিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা। এদিকে কোহলি আর আইয়ারেরও দুর্দান্ত পার্টনারশিপ ছিল। এই পরিস্থিতি অনেক বড় শিক্ষা দিয়েছে। খেলার উইকেট যেমনটা ভেবেছিলাম, তেমনটাই ছিল। কিন্তু আমরাই ভাল ভাবে খেলতে পারিনি।”

আরও পড়ুনঃ  World Cup 2023: পাকিস্তান ও নিউজিল্যান্ডের পয়েন্ট ও রানরেট যদি এক হয়, তাহলে সেমিফাইনালে কে খেলবে ভারতের বিরুদ্ধে

এখানেই শেষ নয়, ম্যাচের পরে এই হতাশাজনক হারের কারণও তুলে ধরেছেন বাভুমা। তবে তাঁর বক্তব্য, কোহলি কিংবা আইয়ার নন, তাঁদের হারের বীজ বপন করে দিয়েছিলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের কথায়, রোহিত শর্মার আগ্রাসী খেলার কারণে রীতিমতো কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন তাঁর দলের (দক্ষিণ আফ্রিকা) বোলাররা।

Tags: ICC World Cup 2023, Indian Team, ODI World Cup 2023, South Africa, World cup 2023



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Sundarbans forest worker killed: সুন্দরবনের ইতিহাসে প্রথম চোরাশিকারিদের হাতে বনকর্মী মৃত্যু, খুনের মামলা রুজু

চোরশিকারীদের হাতে বনকর্মী খুনের ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করল সন্দরবন কোস্টাল থানার পুলিশ।…

2 hours ago

দেশের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল ইরানি হেলিকপ্টার

তেহরান: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানকে নিয়ে একটি হেলিকপ্টার দেশের প্রত্যন্ত পাহাড়ি…

2 hours ago

CPM leader arrest with money: ভোটের মধ্যে সীমান্তে প্রচুর বাংলাদেশি মুদ্রা সহ ধৃত CPM নেতা, শাস্তির দাবি TMC-র

সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু পাচার বা সোনা পাচারের অভিযোগ নতুন কিছু নয়। এবার সীমান্তে প্রচুর…

3 hours ago

Hotel owner beaten: হোটেল থেকে AC-র রিমোট, চাবি চুরির চেষ্টা, বাধা দেওয়ায় তারাপীঠে আক্রান্ত মালিক

টাকা বা সোনা নয়, এসির রিমোট, চাবি চুরির চেষ্টা, তাও আবার একটি হোটেল থেকে। আর…

3 hours ago

২৫ দিন পর বাড়ি ফিরে এলেন ‘তারক মেহতা…’র ‘নিখোঁজ’ অভিনেতা গুরুচরণ সিং

ডেস্ক: দিনপঁচিশেক ‘বেপাত্তা’ পর বাড়ি ফিরে এলেন হিন্দি সিরিয়ালের অভিনেতা গুরুচরণ সিং। জনপ্রিয় সিরিয়াল ‘তারক…

3 hours ago

Illegal construction: বেআইনি নির্মাণ কীভাবে রুখতে হবে? সব পুরসভাকে পুস্তিকা পাঠাল পুর দফতর

গার্ডেনরিচ কাণ্ডের পরে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভা। তবে বেআইনি নির্মাণের অভিযোগ শুধু…

3 hours ago