Home খেলাধুলো ভারতের বিশ্বকাপ জয়ের পথে কাঁটা কী? সতর্ক বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ICC World Cup 2023 India vs England Sourav Ganguly says South Africa and Australia may create problems for Indian Team ahead of IND vs ENG match in ODI World Cup 2023 sup

ভারতের বিশ্বকাপ জয়ের পথে কাঁটা কী? সতর্ক বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ICC World Cup 2023 India vs England Sourav Ganguly says South Africa and Australia may create problems for Indian Team ahead of IND vs ENG match in ODI World Cup 2023 sup

ভারতের বিশ্বকাপ জয়ের পথে কাঁটা কী? সতর্ক বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ICC World Cup 2023 India vs England Sourav Ganguly says South Africa and Australia may create problems for Indian Team ahead of IND vs ENG match in ODI World Cup 2023 sup

[ad_1]

বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। গ্রুপ পর্বে প্রথম পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। রবিবার লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলেই সেমি ফাইনালের টিকিট কার্যত নিশ্চিৎ হয়ে যাবে রোহিত শর্মা ব্রিগেডের। অপ্রতিরোধ্য ফর্মে থাকলেও কোন দুই দল ভারতের বিশ্বকাপ জয়ের পথে কাঁটা হতে পারে তা নিয়ে আগেভাগেই সতর্ক বার্তা দিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতকে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার বা হট ফেভারিট আগেই বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফর্মে থাকলে বিশ্বকাপে ভারতীয় দল ডমিনেট করবে সেই কথাও বলেছিলেন সৌরভ। প্রথম ৫ ম্যাচে সৌরভের কথা মিলেও গিয়েছে। এবার প্রাক্তন বিসিসিআই সভাপতি বললেন ভারতীয় দলকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এই দুই দলের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

শনিবার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ ছিল। সেই ম্যাচ চলাকালীন ভারতীয় দল নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ভারতের সবথেকে বড় দুই প্রতিপক্ষ হতে পারে। ওরা দুই দল খুব ভাল ফর্মে রয়েছে।” পাশাপাশি এখনই বিশ্বকাপ জয় নিয়ে না ভেবে ভারতীয় দলকে সেমি ফাইনালে ওঠার পরিকল্পনা ও সেমি ফাইনাল কীভাবে জিততে হবে তা নিয়ে ভাবার কথা বলেছেন সৌরভ।

আরও পড়ুনঃ ICC World Cup 2023 Points Table: বিশ্বকাপের সেমি ফাইনালে ৪ দল নিশ্চিৎ! বিদায়ের তালিকায় কোন কোন দেশ, রইল পয়েন্ট টেবিলের হিসেব

প্রসঙ্গত, বিশ্বকাপে শুরুটা ভাল করেনি অস্ট্রেলিয়া। প্রথম ২টি ম্যাচ হারলেও পরপর চারটি ম্যাচ জিতে দুরন্ত কামব্যাক করেছে ব্যাগি গ্রিনরা। অপরদিকে, শুধু নেদারল্যান্জসের বিরুদ্ধে হারলেও বাকি সবকটি ম্যাচই জিতেছে প্রোটিয়ারা। অপরদিকে, প্রথম ৪টি ম্যাচ জিতলেও শেষ দুটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে কিউইদের। তবে এখনও পর্যন্ত লিগ টেবিলের যা পরিস্থিতি এই ৪ দলেরই সেমিতে যাওয়ার সম্ভাবনা বেশি।

Tags: Australia, ICC World Cup 2023, Ind vs Eng, India vs england, Indian Team, ODI World Cup 2023, Sourav Ganguly, South Africa

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here