Home আপডেট ‘‌ভোট মিটে গেলে আর কিছুই দেবে না’‌, উত্তরের জনসভা থেকে মোদীকে একহাত মমতার

‘‌ভোট মিটে গেলে আর কিছুই দেবে না’‌, উত্তরের জনসভা থেকে মোদীকে একহাত মমতার

‘‌ভোট মিটে গেলে আর কিছুই দেবে না’‌, উত্তরের জনসভা থেকে মোদীকে একহাত মমতার

[ad_1]

আজ, সোমবার জলপাইগুড়ি জেলার বানারহাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রীকে একহাত নিলেন। রাজ্য সরকারের উন্নয়নের সঙ্গে কেন্দ্রের বঞ্চনার তুলনা করে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর সরকার উত্তরবঙ্গের উন্নয়ন এবং জলপাইগুড়ি জেলার জন্য কী কী কাজ করেছেন, তার ফিরিস্তি ভরা জনসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি রক্ষা তাঁর সরকার করে দাবি করেন মুখ্যমন্ত্রী। আর উদাহরণ হিসাবে ধূপগুড়িকে নয়া মহকুমা করার কথা ঘোষণার বিষয়টি তুলে ধরেন। আর ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে জলপাইগুড়ির প্রত্যেকটি বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন জলপাইগুড়ির সভা থেকে বিনামূল্যে রেশনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। সুর সপ্তমে চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমরা বিনামূল্যে রেশন দেব কথা দিয়েছিলাম। কথা রেখেছি। এখনও বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। এখন লোকসভা ভোট সামনে এসেছে। তাই প্রধানমন্ত্রী বিনামূল্যে রেশনের কথা বলছেন। এতদিন কি মনে ছিল না?‌ ভোট মিটে গেলে আর কিছুই দেবে না। আবার ওরা হারবে। ১৫ লাখ টাকা দেবে বলেছিল। সেটা কি আপনারা পেয়েছেন? নির্বাচনের আগে বলছে পাঁচ কেজি চাল দেবে। তাহলে কোভিডের পর কেন বন্ধ করে দিয়েছিলেন? আমরা তো কোনও কিছু বন্ধ করিনি।’‌

এদিকে আজও বাংলাকে বঞ্চনার কথা তুলে ধরেন মানুষের সামনে। ভরা জনসভায় খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌কেন্দ্রীয় সরকার এই রাজ্য থেকে জিএসটি বাবদ টাকা তুলছে। কিন্তু আমাদের টাকা দিচ্ছে না। সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু তার পরও আমরা কোনও প্রকল্প বন্ধ করিনি। বিজেপি যদি ক্ষমতায় থাকে তাহলে মানুষের থেকে সব কেড়ে নেবে। তাই এই মাসেই দিল্লি যাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় চেয়েছি। বাংলা কখনও মাথা নীচু করতে জানে না। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়াই করব। আপনাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আপনাদের দিদি সবসময় আপনাদের পাশে আছে।’‌

আরও পড়ুন:‌ ডাম্পার–স্করপিও মুখোমুখি সংঘর্ষ কল্যাণী এক্সপ্রেসওয়েতে, দলা পাকিয়ে গেল তিনটি দেহ

অন্যদিকে এই বছর ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়। তৃণমূল কংগ্রেস জিততেই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ধূপগুড়িকে পৃথক মহকুমা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ মুখ্যমন্ত্রী বলেন, ‘‌ধূপগুড়িতে আমাদের জেতানোর জন্য এখানকার মা–মাটি মানুষকে ধন্যবাদ। আমাদের দলের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা রাখা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক করে আমরা ধূপগুড়িকে পৃথক মহকুমা ঘোষণা করেছি। আদালতের একটা জায়গায় বিষয়টা আটকে আছে। দ্রুত সেই সমস্যার সমাধান হবে।’‌ আগামীকাল মঙ্গলবার শিলিগুড়িতে কর্মসূচি আছে। তারপর কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here